ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

তামিমকে আইকন ক্রিকেটার হিসেবে নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১১ ১৮:৪৮:৫২
তামিমকে আইকন ক্রিকেটার হিসেবে নাম ঘোষণা

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাইরে থাকার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গত বছর মার্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল।

তবে এই সময়ে বসে থাকবেন না তামিম ইকবাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে থেকে অনুমতি পেয়েছেন তামিম ইকবাল। তাঁকে দলে নিয়েছে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্স।

এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন তামিম ইকবাল। এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আপনাদের সঙ্গে দেখা হবে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ