বিপিএল নিয়ে যা বললেন সাকিব

বিপিএলের সপ্তম আসর শেষ হয়েছে গত বছরের জানুয়ারিতে। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে জটিলতায় সেবার নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ বিপিএল করেছিল বিসিবি। এরপর করোনাভাইরাসের প্রকোপে পড়া বিরতি শেষে গত নভেম্বর-ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হলেও বিপিএল আর করা যায়নি।
যদিও বিপিএলের পরিবর্তে দেশীয় ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ ছাড়া এবারের ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবুও দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থে সাকিবের চাওয়া সময় মেনেই আয়োজন হোক বিপিএল।
তিনি বলেন, 'বিপিএল যদি সবসময় হয় একটা নির্দিষ্ট সময় ধরে তাহলে তো খুব ভালো। তারপরেও আমার মনে হয় এই মৌসুমের আগের মৌসুম তো হলো। শেষ মৌসুমটা বোধ হয় ছোট করে করা হলো যেহেতু আমাদের বিপিএলটা হয়নাই সেহেতু ছোট করে বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপ হলো। এবার ঢাকা প্রিমিয়র লিগটাও আসলে টি-টোয়েন্টি ফরম্যাটে করা হলো।'
তিনি আরো বলেন, 'সেই অভাবটা পূরণ হয়ে গেছে আমার মনে হয়। তবুও বিপিএলের জন্য একটি নির্দিষ্ট সময় এবং টাইম টেবিল থাকে আমার মন হয় আরো সুন্দরভাবে আয়োজন করা সম্ভব। যেখান থেকে হয়ত আরো কিছু ক্রিকেটার বেরিয়ে আসবে এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে যেহেতু অনেক বিদেশীরা খেলতে আসবে। তো আমার কাছে মনে হয় যে হলো ভালো।'
এতদিন জানা গিয়েছিল আগামী বছরের জানুয়ারীতে অনষ্ঠিত হবার কথা রয়েছে বিপিএলের পরবর্তী আসর। সেই সময়টাকেই ধরে এগোচ্ছে বিসিবিও। সাকিব তাই আশা করছেন সেই সময় ধরেই বিপিএল হলে দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্যই ভালো হবে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'বিসিবিও খুবই আগ্রহী ভালোভাবে আয়োজন করার জন্য। আমি যতদূর জানি এবার একটা টাইম স্লটও আছে। যে সময়টার মধ্যে তাদের আয়োজন করার কথা আছে। তো সেটা যদি হয় তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং ক্রিকেটার জন্য ভালো হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা