ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ভক্ত সমর্থকদের উদ্দেশ্য করে যা বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১২ ২১:৩২:৫৭
ভক্ত সমর্থকদের উদ্দেশ্য করে যা বললেন সাকিব

জিম্বাবুয়ে সফরে ব্যাটসম্যানদের ব্যাটে রান দেখা গেলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ছিল খরা। টি-টোয়েন্টি ফরম্যাট হওয়া সত্ত্বেও শয়ের ওপর স্ট্রাইক রেট রাখতেই গলদঘর্ম হতে হয়েছে। বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের এই ফর্ম ভাবাচ্ছে অনেককে।

সাকিব বরাবরই ব্যাটসম্যানদের পাশে দাঁড়াচ্ছেন। বারংবার এই ইস্যুতে প্রশ্ন ওঠায় খানিক বিরক্তি নিয়েই আহ্বান জানালেন, নেতিবাচক ব্যাপার নিয়ে কম চর্চা হোক।

রবিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব বলেন, ‘দেখুন আপনি যদি ভুল ধরতে চান, যেকোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব। তাই ভুলটা একটু কম দেখে, ভালোর দিকে যদি তাকান, তাহলে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন সেটা বুঝতে হবে।’

টেস্ট ও ওয়ানডে দলের তুলনায় টি-টোয়েন্টি দলে এখন তারুণ্যের ছড়াছড়ি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটারের মধ্যে সিংহভাগই এবার প্রথম খেলবেন কোনো বৈশ্বিক আসরে। দলের নতুন ও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের প্রশ্নে সাকিব তরুণ ক্রিকেটারদের পাশাপাশি সাফল্যের কৃতিত্ব দিয়েছেন গোটা দলকেই।

তিনি জানান, ‘আমার কাছে মনে হয় সব ক্রিকেটার কম বেশি পারফরম্যান্স করছে এবং একটা টিম হিসেবে খেলতে পারছি। এটাই জেতার বড় কারণ।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ