ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

২০ বলের ব্যাটিং ঝড়ে পোলার্ডের নতুন রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৩ ১১:২৩:৩৯
২০ বলের ব্যাটিং ঝড়ে পোলার্ডের নতুন রেকর্ড

ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে সেন্ট কিটস। সর্বোচ্চ ৪৫ বলে ৫০ রান করেন ওপেনার জশুয়া সিলভা। ব্রাভো করেন ১৩ বলে ২৫ রান। এছাড়া তেমন কেউ রান করতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নাইটরা। তবে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন অধিনায়ক কাইরন পোলার্ড। ২০ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় তুলে নেন ফিফটি। নাইটদের হয়ে যা সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। ২২ বলে ৫১ রান করে পোলার্ড বিদায় নিলেও উদানার অপরাজিত ১৬ বলে ২৫ রানে ৪ উইকেটের জয় তুলে নেয় নাইটরা।

সংক্ষিপ্ত স্কোরঃসেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টস ১৪৭/৭(২০)সিলভা ৫০, ব্রাভো ২৫আলি খান ৩/১৯

ত্রিণবাগো নাইট রাইডার্স ১৫০/৬(১৯)পোলার্ড ৫১, উদানা ২৫*ফাওয়াদ ২/১৬

ত্রিণবাগো নাইট রাইডার্স ৪ উইকেটে জয়ী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ