চ্যাম্পিয়ন্স লিগে ব্রুজের বিপক্ষে মাঠে নামছে মেসি, নেইমার ও এমবাপে

লিগ ম্যাচে দলে না থাকলেও আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে দলে থাকবেন তারা। ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি ক্লাবটির আর্জেন্টাইন কোচ মারিসিও পচেত্তিনো।
আগামী বুধবার ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে খেলবে পিএসজি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত একটায়।
মেসি ও নেইমার না খেললেও নবাগত ক্লেরমন্তের বিপক্ষে বড় জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। জোড়া গোল করেন আন্দার হেরেরা। প্যারিসিয়ানদের অপর দুই গোলদাতা হলেন কিলিয়ান এমবাপে ও ইদ্রিসা গে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে পচেত্তিনো জানান, “তারা (মেসি ও নেইমার) শুক্রবার রাতে প্যারিসে ফিরেছে ও আজ (শনিবার) অনুশীলন শুরু করেছে। আমি খুশি। কারণ, তারা ক্লান্ত হলেও তাদের শারীরিক কোনো সমস্যা নেই। তারা বুধবারের ম্যাচে থাকবে।”
ফ্রেঞ্চ লিগে পিএসজির প্রথম তিন ম্যাচে ছিলেন না নেইমার। গত মাসের শেষদিকে রাঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করেন তিনি। সেদিনই প্রথমবারের মতো পিএসজির জার্সিতে খেলতে দেখা যায় লিওনেল মেসিকেও। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নেমেছিলেন নেইমারের বদলি হিসেবে।
মেসি, নেইমার ও এমবাপে- সময়ের সেরা তারকাদের তিন জন পিএসজিতে থাকলেও এখনও তাদেরকে একসঙ্গে মাঠে দেখার আকাঙ্ক্ষা রয়ে গেছে ফুটবলপ্রেমীদের। চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ামের দল ব্রুজের বিপক্ষে ভক্ত-সমর্থকদের সেই অপেক্ষার অবসান হতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন সময় সূচি
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক