ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আইপিএলে মুস্তাফিজেকে তাদের ডেরায় পেয়ে নতুন বার্তা দিল রাজস্থান রয়্যালস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৭ ১০:১৮:৫৮
আইপিএলে মুস্তাফিজেকে তাদের ডেরায় পেয়ে নতুন বার্তা দিল রাজস্থান রয়্যালস

আইপিএলের চতুর্দশ আসরের নিলামে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিলো রাজস্থান রয়্যালস। তাকে দলে নেয়ার পর থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ছিলেন মুস্তাফিজ। সেই সাথে বাঁহাতি এই পেসারকে নিয়ে নিয়মিত সামাজিক মাধ্যমে ছবি কিংবা ভিডিও পোস্ট করে আসছিলো রাজস্থান।

মাঝপথে আইপিএল স্থগিত হয়ে গেলে মুস্তাফিজ যখন জাতীয় দলের জার্সিতে মাঠ মাতিয়ে যাচ্ছিলেন তখনও তার পারফরম্যান্স নিয়ে নতুন নতুন অভিনন্দন বার্তা দিয়ে আসছিলো রাজস্থান।

ঘরের মাঠে জাতীয় দলের সিরিজ শেষ করে মুস্তাফিজকে ছাড়পত্র দেয়া হয়েছে আইপিএলের বাকি অংশে খেলার জন্য। যেখানে সাকিব আল হাসানের আরব আমিরাতে পাড়ি জমানোর একদিন পর চলে যান মুস্তাফিজও।

ইতোমধ্যেই রাজস্থান রয়্যালসে যোগ দেয়া মুস্তাফিজকে নিয়ে দলটি তাদের ফেসবুক পেইজে তাকে নিয়ে একটি পোস্ট করেছে। ছবিতে দেখা যায় টিম হোটেলে বসে সেলফি তোলছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের ওই ছবিটি পোস্ট করে রাজস্থান ক্যাপশনে লেখেছে, ”আমাদের টিম হোটেলে মুস্তাফিজুর রহমান। বলেছেন শুভ অপরাহ্ন।‘’

মুস্তাফিজকে নিয়ে এমন বার্তা দেয়ার পর ওই পোস্টের কমেন্টবক্সে তার ভক্তরা জানাচ্ছেন অভিনন্দন। সেই সাথে আইপিএলের বাকি অংশে আবারও দলের জয়ে অবদান রাখবেন তিনি এমন আশাও প্রকাশ করেছেন তার ভক্তরা।

উল্লেখ্য, এবারের আইপিএল আসরে প্রথম সাত ম্যাচে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস খেলেছে ৭টি ম্যাচ। যেখানে ৩টি জয়ের বিপরীতে তাদের হার রয়েছে ৪ ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান ৫ নম্বরে। রাজস্থানের জার্সিতে সাত ম্যাচ খেলা মুস্তাফিজ আইপিএলের এবারের আসরে দখলে নিয়েছেন মোট ৮টি উইকেট। এক ইনিংসে ২০ রানে ৩ উইকেট মুস্তাফিজের সেরা বোলিং ফিগার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ