ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৭ ১৩:৪১:৪৯
বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো আফগানিস্তান

সিরিজে প্রথমবারের মত ২০০ রান পেরোলেও আফগানরা খুব বড় পুঁজি দাঁড় করাতে পারেনি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে ওপেনার বিলাল সায়েদিকে হারায় আফগানরা। থিতু হতে না পেরে ৪৭ রানে বিদায় নেন ওয়ান ডাউনে নামা আল্লাহ নূর।এরপর চাপ সামাল দেন ওপেনার সুলিমান আরবজাই ও বিলাল আহমাদ। ৫২ বলে ৪৩ রান করে সুলিমান

সাজঘরে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন বিলাল। শেষপর্যন্ত তুলে নেন অর্ধশতকও।৮৮ বলের মোকাবেলায় ৩টি চার ও ৪টি ছক্কায় ৬০ রান করে বিলাল বিদায় নিলে আবারও খেই হারায় আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্লথ হয়ে যায় রানের গতিও।

অধিনায়ক নাঙ্গেয়ালিয়া খারোটের ৩৬ বলে গড়া ২৭ রানের ইনিংসে দলীয় সংগ্রহ ২০০ পার হয়। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সফরকারী যুবাদের সংগ্রহ দাঁড়ায় ২১০ রান।বাংলাদেশের পক্ষে মহিউদ্দিন তারেক দুটি এবং মুশফিক হাসান, এসএম মেহরব, আইচ মোল্লা, নাইমুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট শিকার

করেন।সংক্ষিপ্ত স্কোর টস : আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলআফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ২১০/৮ (৫০ ওভার)

বিলাল ৬০, সুলিমান ৪৩, খারোটে ২৭*

তারেক ৫৯/২, মামুন ১৫/১, মেহেরব ১৮/১জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রয়োজন ২১১ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ