ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

৭৯ রানেই শেষ বাংলাদেশ ’এ’ দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১৭ ১৪:৪৩:১৩
৭৯ রানেই শেষ বাংলাদেশ ’এ’ দল

প্রথম দিন শেষে ‘এ’ দলের সংগ্রহ ছিল ২৬০ রান, ৫ উইকেট হারিয়ে। নাজমুল হোসেন শান্তর ৯৬ ও সাদমান ইসলামের ৫৮ রানের ইনিংসে ভর করে দল দিচ্ছিল বড় সংগ্রহের ইঙ্গিত।

তবে দ্বিতীয় দিন প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেনি টেস্ট ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দল। শেষ পাঁচটি উইকেট মাত্র ৭৯ রানে হারায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি। ফলে ‘এ’ দলের ইনিংস গুটিয়ে যায় ৩৩৯ রানে।

শান্ত-মিঠুনদের অলআউট করতে এইচপি দলের তরুণ বোলারদের বল করতে হয়েছে মোট ১২৪.১ ওভার।

বাংলাদেশ ‘এ’ দল : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, ইরফান শুক্কুর, মুনিম শাহরিয়ার, রাকিবুল হাসান, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম।

হাই-পারফরম্যান্স একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, তৌহিদ হৃদয়, আকবর আলি (অধিনায়ক), আনিসুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সুমন খান, তানভির ইসলাম, রেজাউর রহমান রেজা ও হাসান মুরাদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ