ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ বাছাইপর্ব: নতুন করে দল সাজাচ্ছে ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ২৪ ১৯:৪২:৫৪
বিশ্বকাপ বাছাইপর্ব: নতুন করে দল সাজাচ্ছে ব্রাজিল

চলতি সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও এদের স্কোয়াডে রেখেছিলেন তিতে। যদিও শেষপর্যন্ত তাদের পাওয়া যায়নি। করোনার কারণে ক্লাবগুলো তাদের ছাড়তে সম্মতি দেয়নি। তবে এবার তাদের সার্ভিস পেতে মরিয়া ব্রাজিল।

করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে ব্রাজিলকে লাল তালিকায় রেখেছিল ইংল্যান্ড সরকার। এ কারণেই ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ব্রাজিলে যেতে দেয়নি। কোয়ারেন্টাইন জটিলতা এড়াতেই এমনটি করেছে। কয়েকটি ম্যাচে তাদের অনুপস্থিত থাকতে হতো।

ব্রাজিল ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে অভিযোগ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফার কাছে। শাস্তি হিসেবে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। যদিও পরবর্তীতে অনুরোধ করে সেই নিষেধাজ্ঞা মওকুফ করিয়ে নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ব্রাজিলের খেলোয়াড়দের তারা আর আটকাবে না। ইংল্যান্ডে ফিরে তাদের বাধ্যতামূলক কোয়ারান্টাইনেও থাকতে হবে না। এই নিয়মটি শিথিল করেছে ব্রিটেন সরকার।

ব্রাজিলকেও নিয়ম শিথিল করতে হবে। পূর্বের নিয়ম অনুয়ায়ী ব্রিটেন থেকে যারাই তাদের দেশে আসবে তাদের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ নিয়মের কারণেই তো ব্রাজিল-আর্জেন্টিনার বিগ ম্যাচটি পাঁচ মিনিট পরেই স্থগিত করে দিতে হয়।

বিশেষভাবে উল্লেখ্য যে, প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দলে রাখতে চাইলে কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করতেই হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ