ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বদলে গেলো ইপিএলের সূচি, দেখেনিন তামিমের দলের নতুন সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৩ ১৮:১৪:৩৮
বদলে গেলো ইপিএলের সূচি, দেখেনিন তামিমের দলের নতুন সময়সূচি

ভৈরাহাওয়া ও কাঠমান্ডে কিংসের মধ্যকার ম্যাচটি ছিলো টুর্নামেন্টের ১৩তম ম্যাচ। যেটি হওয়ার কথা ছিলো শনিবার। এখন নতুন সূচিতে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

এছাড়া বদলানো হয়েছে আরও দুইটি ম্যাচের সূচি। গত ২৭ সেপ্টেম্বর বৃষ্টির কারণে ভৈরাহাওয়া ও চিতান টাইগার্সের মধ্যকার ম্যাচেও কোনো বল মাঠে গড়াতে পারেনি। পরদিন কাঠমান্ডু কিংস ও পোখারা রাইনোজের ম্যাচেও ঘটে একই ঘটনা।

নতুন সূচিতে এ দুইটি ম্যাচ হবে সোমবার। তামিমদের ভৈরাহাওয়া খেলবে সকাল ৯টা ৪৫ মিনিটে। পরে একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে লড়বে কাঠমান্ডু ও পোখারা।

এর বাইরে প্লে-অফের সূচিতে আনা হয়েছে সামান্য পরিবর্তন। পূর্ব নির্ধারিত সূচিতে বুধবার ছিলো শুধু কোয়ালিফায়ার-১ ম্যাচটি। পরদিন ছিলো এলিমিনেটর ম্যাচ। এখন এ দুইটি ম্যাচই হবে বুধবার। টুর্নামেন্টের ফাইনাল হবে আগের সময়েই, ৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ