ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

৬,৪,৪,৪,৪,৪ ব্যাটিংয়ে নেমেই চার ছক্কার ঝড় তুলেছেন তামিম, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৪ ১৪:২২:৪৬
৬,৪,৪,৪,৪,৪ ব্যাটিংয়ে নেমেই চার ছক্কার ঝড় তুলেছেন তামিম, দেখেনিন সর্বশেষ স্কোর

কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিতন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আফগান ক্রিকেটার করিম জানাত। ৩৭ বলের মোকাবেলায় ৩৫ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আরেক আফগান মোহাম্মদ শাহজাদ। ২৪ বলের মোকাবেলায় ৩২ রান করেন এই ওপেনার।

এছাড়া অন্যান্যদের মধ্যে সেক্কুগে প্রসন্ন ১১ বলে ২৪ রান করেন। তামিমদের পক্ষে অবিনাশ বোহারা শিকার করেন তিনটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে তামিম সাবধানী শুরু করলেও তার উদ্বোধনী সঙ্গী প্রদীপ অইরি খেলছিলেন মারকুটে ভঙ্গিতে। উইকেটে থিতু হয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টায় তামিম খেলছিলেন কিছু ঝুঁকিপূর্ণ শট।

ফলে তিনবার ক্যাচ তুলে দেন তামিম। তবে চিতন টাইগার্সের ফিল্ডাররা তিনটি ক্যাচই হাতছাড়া করায় তামিম ৩ বার জীবন পান।

তাতে ইনিংসে নিয়ে যেতে পেরেছেন ৪০ রান পর্যন্ত, পাননি অর্ধশতকের দেখা। ভীম শার্কির বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলের মোকাবেলায় তামিম হাঁকান ৫টি চার ও ১টি ছক্কা।

তামিমের বিদায়ে ১০৬ রানে ভাঙে ভাইরাহাওয়ার উদ্বোধনী জুটি। তবে প্রদীপ অইরির অর্ধশতকে দল দেখছে জয়ের স্বপ্ন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ