ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ভারতীয় কোচকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে উপযুক্ত ‘জবাব’ দিল বাংলাদেশের ফুটবলাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৪ ২০:১৮:২৮
ভারতীয় কোচকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে উপযুক্ত ‘জবাব’ দিল বাংলাদেশের ফুটবলাররা

৫২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের বিশ্বনাথ ঘোষ। তারপরও সমান তালে লড়েছে দল। ১০ খেলোয়াড় নিয়ে ৭৪ মিনিটে সমতা ফেরায় তারা। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে হেড ইয়াসিন আরাফাতের (১-১)।

এদিকে মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে ১-০ গোলে জামাল ভূঁইয়রা জয় পাওয়ার পরও তাদের নিয়ে কাটাক্ষ করেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। বাংলাদেশের জয়কে হাস্যকর বলেছিলেন। তিনি বলেন, ‘মালদ্বীপ খুব ভালো খেলেছেন। অন্যদিকে বাংলাদেশ হাস্যকর পেনাল্টির কল্যাণে জিতেছে।’ ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচের সেই জবাব দিল বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ