ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

গেইল-কোহলি নয়, ভনের চোখে বর্তমানে সেরা ক্রিকেটার যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৫ ১৪:৪০:৫৯
গেইল-কোহলি নয়, ভনের চোখে বর্তমানে সেরা ক্রিকেটার যিনি

ক্রিস গেইল বা বিরাট কোহলি নিজেদের নির্দিষ্ট জায়গায় পারদর্শী হলেও জাদেজা ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত এমনটাই মন্তব্য করেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

ভন বলেন, ‘সে অসাধারণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব কিছুতেই পারদর্শী। আপনি যদি টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যান হতে চান, তাহলে ক্রিস গেইলের পাওয়ার বা বিরাট কোহলির ফিটনেস নিতে পারেন। কিন্তু আপনি যদি একজন পূর্ণাঙ্গ ক্রিকেটার হতে চান, তাহলে রবীন্দ্র জাদেরজার মতো হতে হবে কারণ সে সবকিছু করতে পারে।’

বাঁহাতি অফ স্পিনের সঙ্গে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং, পাশাপাশি আউট ফিল্ডে দুর্দান্ত সব ক্যাচ বা রান বাঁচানো- সব মিলিয়ে ক্রিকেটের দুর্লভ কোনো এক প্যাকেজ জাদেজা। তিন বিভাগে নিজের সেরাটা দিয়ে ভারত এবং আইপিএলের চেন্নাই সুপার কিংসকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি।

জাদেজার ক্রিকেট প্রতিভা প্রসঙ্গে ভন বলেন, ‘সে একজন অসাধারণ ফিল্ডার, সে ভালো স্পিন বোলিং করতে পারে। উইকেটে যদি কিছুটা টার্ন থাকে, তাহলে সেটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারে এবং যেকোনো কন্ডিশনে সে একজন দুর্দান্ত স্পিনার।’

তিনি আরও বলেন, ‘অন্যদিকে দল শুরুতেই উইকেট হারালে সে এক প্রান্ত আগলে যেমন ব্যাটিং করতে পারে, ঠিক তেমনি ১৫ বলে হাতে রেখে উইকেটে আসলে পাওয়ার হিটিংও করতে পারে। সে একজন পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি ক্রিকেটার।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ