ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

হঠাৎ করে পিসিবি বস রমিজের কঠোর হুঁশিয়ারি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৫ ১৫:১০:০২
হঠাৎ করে পিসিবি বস রমিজের কঠোর হুঁশিয়ারি

দেশটির সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘কয়েকদিন আগে ছয়টি রাজ্য দলের কোচদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে বসেছিলেন রমিজ। সেখানে বন্ধুসুলভ আচরণ করেন বাসিত, রমিজকে তার ডাকনাম র‍্যাম্বো বলে ডাকেন তিনি।

এটি পছন্দ হয়নি রমিজের। তাই সেই মিটিংয়ের মধ্যেই তিনি বাসিতকে সতর্ক করে দিয়েছেন, পরবর্তীতে যেনো বোর্ড চেয়ারম্যানের সঙ্গে আরও সতর্কভাবে কথা বলেন সবাই। আরেক কোচ শহীদ আসলামকেও অতিরিক্ত বন্ধুসুলভ আচরণের জন্য তিরস্কার করেছেন রমিজ।

শুধু তাই নয়, কোচদের কাজেও সন্তুষ্ট হতে পারছেন না পিসিবির নতুন চেয়ারম্যান। তিনি সরাসরি সতর্ক করে দিয়েছেন কোচদের, যারা কাজ না করবেন তারা যেনো বাড়ি চলে যান। রমিজ বলেছেন, ‘যারা ভালো কাজ করবে তারা থাকবে, বাকিদের বাড়ি চলে যেতে হবে।’

কোচদের সমালোচনা করে তিনি সবাইকে পরিষ্কার বার্তা দিয়েছেন নিজেদের পারফরম্যান্স উন্নতির ব্যাপারে। তার ভাষ্য, ‘পাকিস্তান ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন করা হচ্ছে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ