ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

৩ পরিবর্তন এনে নতুন করে টি-২০ বিশ্বকাপ দল ঘোষণা করলো পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ০৮ ২২:৫৬:৫০
৩ পরিবর্তন এনে নতুন করে টি-২০ বিশ্বকাপ দল ঘোষণা করলো পাকিস্তান

খুশদিল শাহকে ১৫ সদস্যের দলে না রাখলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকা ফখর জামানকে নেয়া হয়েছে মূল দলে।

দলে পরিবর্তন প্রসঙ্গে দলের প্রধান নির্বাচক ওয়াসিম খান পরিবর্তন নিয়ে বলেছেন, ‘ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্স বিবেচনায় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা শেষে দলে হায়দার আলী, ফখর জামান ও সরফরাজ আহমেদকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্তর্ভুক্ত করা হয়েছে।’

ওয়াসিম খান আরও বলেছেন, ‘টি-টোয়েন্টি কাপে তিনজন দারুণ পারফর্ম করেছে। তাই তাদের দলে নিতে হয়েছে। তবে আমরা আজম, হাসনাইন ও খুশদিলকে মিস করব বিশ্বকাপে। আশা করি তারা আগামী বছর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করবে।’

উল্লেখ্য, সেপ্টেম্বরের ১০ তারিখ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ দল দেয়ার শেষ সময়। ওইদিন আইসিসির কাছে জমা পড়ে সবগুলো দল। তবে আবারও সুযোগ রাখে আইসিসি। যদি কোনো পরিবর্তন আনতে চায় কোনো দল তাহলে সেটি ১০ অক্টোবরের মধ্যে করতে হবে। সেই নিয়ম মেনেই দলে পরিবর্তন করল পাকিস্তান।

পাকিস্তানের বিশ্বকাপ দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, সোহাইব মাকসুদ।

রিজার্ভ বেঞ্চ : খুশদিল শাহ, শাহনেওয়াজ দানি ও উসমান কাদির।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ