ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অ্যাশেজ সিরিজ শুরুর তিন দিন আগে সেরা একাদশ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ০৫ ১১:২৪:৫১
অ্যাশেজ সিরিজ শুরুর তিন দিন আগে সেরা একাদশ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

কামিন্স বলেন, 'এই সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। দুটোই ভালো অপশন ছিল। দুজনই দারুণ ফর্মে। উজির (উসমান খাওয়াজা) অভিজ্ঞতা অনেক, তাকে স্কোয়াডে পেয়ে আমরা ভাগ্যবান। কিন্তু শেষ দুই বছরে ট্রাভ (ট্রাভিস হেড) আমাদের হয়ে অনেক খেলেছে।'

এছাড়া প্রত্যাশিত একাদশই গঠন করেছে অস্ট্রেলিয়া। দলটির টেস্ট উইকেটরক্ষক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অ্যালেক্স ক্যারির। কামিন্সের সঙ্গে পেস বিভাগে আছেন মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন।

দলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে অনুমিতভাবেই ওপেন করবেন মারকাস হ্যারিস। তিনে গত অ্যাশেজ মাতানো মারনাস ল্যাবুশেন। চার নম্বরে অস্ট্রেলিয়ার নব্য সহ-অধিনায়ক স্টিভ স্মিথ। পাঁচ নম্বরে আছেন ক্যামেরন গ্রিন।

অস্ট্রেলিয়া একাদশ- মারকাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জস হ্যাজেলউড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ