ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আফগানিস্তান সিরিজে তরুণদের জন্য চরম দু:সংবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১০ ২১:৪৯:৪৮
আফগানিস্তান সিরিজে তরুণদের জন্য চরম দু:সংবাদ

বিপিএল হয়? সেই সিরিজে কি কোনো নজরকাড়া তরুণ সুযোগ পাবে? শুভাগত হোম, মুনিম শাহরিয়ার, মাহিমদুল হাসান জয়, নাহিদুল ইসলাম, শফিকুল, মৃত্যুঞ্জে বিপিএল তে ভালো পারফর্ম করছে তাদের এটি পাওয়ার সম্ভাবনা কী আছে?

এমন প্রশ্ন উঁকিঝুকি দিচ্ছে অনেকের মনেই। অনেকেরই ধারণা ছিল বিপিএলে নজর কাড়া তরুণদের আফগানদের সঙ্গে সিরিজে বিবেচনায় আসতে পারেন।

তবে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়ে দিলেন, আফগানিস্তানের সঙ্গে সিরিজটি অল্প সময়ের। অর্থ্যাৎ সময়ের মানদন্ডে ছোট সিরিজ। তাই ওই সিরিজে তরুণদের নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালানোর সম্ভাবনা খুব কম।

তরুণরা দলে জায়গা পেলেও তাদের খেলানোর সম্ভাবনা খুব কম। টিম ডিরেক্টর সুজনের কথা শুনে মনে হচ্ছে তারা আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তরুণদের কেউ দলে জায়গা পেলেও তাদের খেলার সম্ভাবনা কম।

বরং তরুণদের না খেলিয়ে দলের সাথে রেখে রেখে আগামীর জন্য তৈরির ইঙ্গিত সুজনের কন্ঠে, ‘যেহেতু এটা খুব অল্প সময়ের সিরিজ। বিপিএলের পর মাত্র দুই একদিনের সময় পাব। আফগানিস্তানের সঙ্গে সিরিজ নিয়ে আমরা এখনও বসিনি। বসলে কথা হবে দল নিয়ে।’

এটু বলে আসল কথাটি উপস্থাপন করেন সুজন, ‘আমরা চাই যে লম্বা ট্যুরে ক্রিকেটারদের সাথে রাখতে, ড্রেসিং রুমের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে; কিন্তু এখন যেহেতু সংক্ষিপ্ত সময়ের সিরিজ তো সে রকমটা নাও হতে পারে। তবে সামনে লম্বা সফরে তরুণদের নিয়ে চিন্তা করতে পারি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ