ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

১০টি চার ও ১৪টি ছক্কায় অনেক দিন পর মিরপুরে ক্রিকেট প্রেমিরা দেখলো ছক্কার বৃষ্টি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১১ ১৫:১৭:২৫
১০টি চার ও ১৪টি ছক্কায় অনেক দিন পর মিরপুরে ক্রিকেট প্রেমিরা দেখলো ছক্কার বৃষ্টি

নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ৬ উইকেটে ১৮৮ রান। দলটির ইনিংসে চার হয়েছে ১০টি, বিপরীতে ছক্কা হয়েছে ১৪টি।

আজকের ম্যাচ জিতলে খুলনার প্লে অফ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এমন হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। অবশ্য টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন, এমনটাই জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

এদিন ইনিংস উদ্বোধন করতে নেমে সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয়। ১৫ বলে মাত্র ১১ রান করেন তিনি। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন লিটন দাস। মাত্র ১৭ বলে ৪১ রান করেন তিনি। হাঁকান ৩টি ছক্কা। এরপর কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ৫ রান করে আউট হন।

ফাফ ডু প্লেসি শুরুতে ধীরে খেললেও পরে আক্রমণের ধার বাড়ান। তিনি করেন ৩৬ বলে ৩৮ রান। তবে ব্যাট হাতে তাণ্ডবে সবাইকে ছাড়িয়ে যান মঈন। মাত্র ২৩ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। এর মাঝে ছিল ৭টি ছক্কার মার। ব্যক্তিগত ৬৩ রানের পর প্রথম চার হাঁকান এই ব্যাটার!

শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলে আউট হন মঈন। তিনি মোট নয়টি ছক্কা ও একটি চার হাঁকান। আর কোনো ব্যাটারই বলার মতো ইনিংস খেলতে পারেননি। খুলনার হয়ে থিসারা পেরেরা দুটি এবং খালেদ আহমেদ, নাবিল সামাদ, মাহেদী হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা এরই মধ্যে প্লে অফে অংশগ্রহণ নিশ্চিত করেছে। চতুর্থ স্থানে থাকা খুলনার প্লে অফে যাওয়ার জন্য এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসরে দুই দলেরই এটি ৯ম ম্যাচ এবং পরস্পরের বিরুদ্ধে প্রথম লেগ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ