ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হবে আইপিএলের মেগা নিলাম, জেনে নিন খুঁটিনাটি তথ্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১১ ১৭:১০:১৬
আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হবে আইপিএলের মেগা নিলাম, জেনে নিন খুঁটিনাটি তথ্য

এবারের মেগা নিলাম শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায়। পরের দিন একই সময়ে খেলোয়াড় কেনার প্রক্রিয়া শুরু হবে। হোটেল আইটিসি গার্ডেনিয়া, বেঙ্গালুরু থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কে নিলাম কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় রয়েছেন এবারের নিলামে। এর মধ্যে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে। এছাড়া লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে রাখা হয়েছে ৫০ লাখের ক্যাটাগরিতে।

টুর্নামেন্টের আগের আট দলের সঙ্গে নতুন যোগ দেওয়া লখনৌ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি থাকবে মেগা নিলামে। পুরোনো ৮ দল ২৭ জন খেলোয়াড়কে রিটেইন করেছে অর্থাৎ আগের বছর থেকে ধরে রেখেছে। অন্যদিকে লখনৌ-আহমেদাবাদও নিলামের বাইরে থেকে নিয়েছে ৩ জন করে খেলোয়াড়।

এবারের নিলামে সর্বোচ্চ ৭২ কোটি রুপি খরচ করতে পারবে পাঞ্জাব কিংস। তারা ১৬ কোটি রুপি খরচ করে মাত্র দুজন খেলোয়াড়কে রিটেইন করেছে। সবচেয়ে কম ৪৭ কোটি ৫০ লাখ রুপি বাকি রয়েছে দিল্লি ক্যাপিট্যালসের। তারা চার খেলোয়াড়কে রিটেইন করেছে ৩৯ কোটি রুপি খরচায়।

এছাড়া চেন্নাই সুপার কিংস ৪৮ কোটি, গুজরাট টাইটানস ৫২ কোটি, কলকাতা নাইট রাইডার্স ৪৮ কোটি, লখনৌ সুপারজায়ান্টস ৫৯ কোটি, মুম্বাই ইন্ডিয়ানস ৪৮ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৫৭ কোটি, রাজস্থান রয়্যালস ৬২ কোটি ও সানরাইজার্স হায়দরাবাদ খরচ করতে পারবে ৬৮ কোটি রুপি।

এই মেগা নিলামে দেশি (৩৭০) ও বিদেশি (২২০) মিলিয়ে ৫৯০ জনের নাম তোলা হবে।নিলাম শেষে প্রতিটি দলে কমপক্ষে ১৮ জন ও সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় থাকতে পারবে। দলে সর্বোচ্চ ৮ জন বিদেশি নেওয়া যাবে। শুধু তাই নয়, নিলামে সবমিলিয়ে সর্বোচ্চ ৬৭ কোটি ৫০ লাখ রুপি খরচ করতেই হবে যেকোনো দলকে।

নিলামটি শুরু হবে মারকি সেটের দশজন খেলোয়াড়কে দিয়ে। এই সেটে আছেন রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিনস, কুইন্টন ডি কক, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসি, শ্রেয়াস আইয়ার, কাগিসো রাবাদা, মোহাম্মদ শামি ও ডেভিড ওয়ার্নার।

এই দশজনের নিলাম শেষে আরও ৬১ সেটে হবে নিলামের বাকি অংশ। খেলোয়াড়দের রোলের ওপর ভিত্তি করে বানানো হয়েছে এসব সেট। নিলামে সবমিলিয়ে ২২৯ অভিষিক্ত, ৩৫৪ অনভিষিক্ত এবং সহযোগী সদস্য দেশগুলো থেকে ৭ জন খেলোয়াড় রয়েছেন।

শনিবার নিলামের প্রথম দিন হবে ১৬১ জন খেলোয়াড়ের দলবদল। পরে রোববার নিলামের দ্বিতীয় দিন খানিক দ্রুত প্রক্রিয়ায় হবে বাকি খেলোয়াড়দের কেনার প্রক্রিয়া। প্রথম দিনের নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের পছন্দের খেলোয়াড়দের নাম বলতে বলা হবে। দ্বিতীয় দিন শুধু সেসব খেলোয়াড়দের নামই তোলা হবে।

এবারের নিলামে ক্যাটাগরিগুলো হলো ২ কোটি রুপি (৪৮ জন), দেড় কোটি রুপি, ১ কোটি রুপি, ৭৫ লাখ রুপি, ৫০ লাখ রুপি, ৪০ লাখ রুপি, ৩০ লাখ রুপি ও ২০ লাখ রুপি। মার্কি সেটের দশ খেলোয়াড়ের ভিত্তি মূল্যও ২ কোটি রুপি।

সবচেয়ে কম ১৭ বছর বয়সী আফগানিস্তানের লেগস্পিনার নুর আহমেদের নাম রয়েছে এবারের নিলামে। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সী ৪৩ বছরের দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহিরের নামও উঠবে এবারের নিলামে। এই মেগা নিলামটি পরিচালনা করবেন হিউজ এডমিডাস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ