ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাইফউদ্দিনের বিপিএল না খেলায় প্রশ্ন করলেন ; জেমি সিডন্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১২ ০০:০২:৪৯
সাইফউদ্দিনের বিপিএল না খেলায় প্রশ্ন করলেন ; জেমি সিডন্স

তার আসলে কোনো চিকিৎসাই হয়নি। কেনোই বা হবে? সে অর্থে কোনো ইনজুরিই নেই তার। লন্ডনে স্ক্যান করানো হয়েছে। কিন্তু তাতে কিছু পাওয়া যায়নি। এটুকু শুনে আবার ভাববেন না তাহলে খুব শীঘ্রই বোলিংয়ে ফিরবেন সাইফউদ্দিন? নাহ! তার বোলিংয়ে ফিরতে দেরি হবে আরও। তবে ব্যাটিংটা শুরু করতে পারবেন শিগগিরই।

আসুন শোনা যাক নিজের সম্পর্কে সাইফউদ্দিন কী বলেছেন, ‘স্ক্যান করানো হয়েছে। আমার কোনো ইনজুরি নেই। ব্যাটিংটা শুরু করতে পারবো। তবে বোলিংয়ে ফিরতে আরও দেরি হবে। আস্তে আস্তে বোলিংটা করতে বলা হয়েছে।’এদিকে দেশে ফিরে দেখা হয়েছিল নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে। আজ শেরে বাংলায় দেখা হয় তাদের। সিডন্স তাকে জিজ্ঞেস করেছিলেন, কী ব্যাপার বিপিএল খেলছো না কেন?

সাইফউদ্দিনের ভাষ্য, ‘সিডন্সের সঙ্গে অল্প কথা হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করেছেন, বিপিএল কেন খেলছো না। আমি বলেছি, ইনজুরির কারণে খেলতে পারছি না। এরপর কবে থেকে শুরু করতে পারবো, সব কিছু জানতে চেয়েছিল। আমিও বলেছি।’ সাইফউদ্দিনের সর্বশেষ অবস্থা কী? তা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘সাইফউদ্দিনের কোনো চিকিৎসা হয়নি।

চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। আর একটা স্ক্যান করা হয়েছে। সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি।’ তিনি আরও যোগ করেন, ‘সে এখন থেকে পুরোদমে ব্যাটিং করতে পারবে। আর যেহেতু অনেকদিন বোলিং করে নাই তাই আস্তে আস্তে বোলিংটা শুরু করতে হবে। বোলিংয়ের জন্য একটা সময় লাগবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ