ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আইপিএলে সাকিব দল না পাওয়ার আসল কারণ জানালেন জিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৩ ২১:২২:২২
আইপিএলে সাকিব দল না পাওয়ার আসল কারণ জানালেন জিয়া

চলতি বিপিএলে সাকিবের অধীনে জিয়া খেলছে ফরচুন বরিশালে। টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরা হয়ে বিশ্বরেকর্ড গড়া সাকিব দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে রেখে নিয়ে এসেছেন প্রথম কোয়ালিফায়ারে।

অতিমানবীয় সাকিবকে কাছ থেকে দেখা জিয়া বুঝে উঠতে পারছেন না, এমন ক্রিকেটার কী করে আইপিএলের নিলামে অবিক্রিত থাকেন। জিয়া ভেবেছিলেন, এবার চড়া দামে বিক্রি হবেন সাকিব।

তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম সাকিব এবারের আইপিএলে খুব বড় অঙ্কের পারিশ্রমিক পাবে। সাকিবের দল না পাওয়ার কোনো কারণ নেই। কেন যে এমন হল… আসলে আমিও একটু অবাক হয়েছি।’

আইপিএল চলাকালে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার নিশ্চয়তা না দিলেও বিসিবি বিসিসিআইকে জানিয়েছিল, প্রোটিয়া টেস্টের কারণে সাকিব আইপিএলের শুরুতে থাকবেন না। আবার আইপিএলের শেষাংশে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবে সাকিব, যেখানে সাকিবের অংশ নেওয়ার কথা রয়েছে।

জিয়া মনে করেন, ন্যাশনাল কমিটমেন্টের কারণেই সাকিব অবিক্রিত থাকতে পারেন। তিনি বলেন, ‘একটা জিনিস হতে পারে- এই সময়ে তো আমাদের টেস্ট সিরিজ আছে। তখন সাকিব কতটুকু অ্যাভেইলেবল থাকবে, আইপিএল যেহেতু বড় আসর, সাকিব কয়টা ম্যাচ খেলতে পারবে.. হয়ত এটা একটা কারণ হতে পারে।‘

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ