ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আইপিএলের মেগা নিলাম শেষ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৩ ২২:০৭:৫৮
আইপিএলের মেগা নিলাম শেষ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স

আন্দ্রে রাসেল (অলরাউন্ডার): তাঁকে রিটেন করেছে কেকেআর। পাচ্ছেন ১২ কোটি টাকা।

বেঙ্কটেশ আইয়ার (অলরাউন্ডার): রিটেন করেছে কেকেআর। পাচ্ছেন আট কোটি টাকা।

বরুণ চক্রবর্তী (বোলার): রিটেন করেছে নাইট শিবির। পাচ্ছেন আট কোটি টাকা।

সূনীল নারিন (বোলার): ক্যারিবিয়ান তারকাকে রেখে দিয়েছে কেকেআর। পাচ্ছেন ছ'কোটি টাকা।

প্যাট কামিন্স (অলরাউন্ডার): ৭.২৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। (ফাইল ছবি, সৌজন্য আইপিএল)

শ্রেয়স আইয়ার (ব্যাটার): ১২.২৫ কোটি টাকায় নেওয়া হয়েছে।

নীতিশ রানা (ব্যাটার): আট কোটি টাকায় কেকেআর নিয়েছে।

শিবম মাভি (বোলার): ৭.২৫ কোটি টাকায় মাভিকে দলে ফিরিয়েছে নাইট ব্রিগেড।

শেলডন জ্যাকসন (ব্যাটার, উইকেটকিপার): ২০ লাখ টাকায় দলে নিয়েছে কেকেআর।

অজিঙ্কা রাহানে (ব্যাটার): এক কোটি টাকায় নিয়েছে কেকেআর।

রিঙ্কু সিং (ব্যাটার): ৫৫ লাখ টাকায় নিয়েছে কলকাতায়।

অনুকূল রায় (ব্যাটিং অলরাউন্ডার, স্পিন বোলিং): ২০ লাখ টাকায় নিয়েছে কেকেআর।

রাশিখ দার (বোলার): ২০ লাখ টাকায় নিয়েছে কলকাতা।

বাবা অপরাজিত (ব্যাটার, উইকেটকিপার): ২০ লাখ টাকায় নিয়েছে কেকেআর।

চামিকা করুণারত্নে (বোলার): ৫০ লাখ টাকায় নিয়েছে কেকেআর।

অভিজিৎ তোমর (ব্যাটার): ৪০ লাখ টাকায় নিল কেকেআর।

অশোক শর্মা (বোলার): ৫৫ লাখ টাকায় নিয়েছে কেকেআর।

স্যাম বিলিংস (ব্যাটার ও উইকেটকিপার): দু'কোটি টাকায় নিয়েছে কেকেআর।

অ্যালেক্স হেলস (ব্যাটার): ১.৫ কোটি টাকায় নিয়েছে কলকাতা।

টিম সাউদি (বোলার): ১.৫ কোটি টাকায় নিয়েছে কেকেআর।

মহম্মদ নবি (অলরাউন্ডার, স্পিন বোলিং): এক কোটি টাকায় নিয়েছে কেকেআর।

উমেশ যাদব (পেসার): দু'কোটি টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আমন খান (ব্যাটার, বলও করতে পারেন): ২০ লাখ টাকায় মুম্বইকে নিয়েছে কেকেআর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ