ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সবার আগে চমক দিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো নতুন দল লখনউ সুপার জায়ান্টস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৪ ১৩:১০:৪৫
সবার আগে চমক দিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো নতুন দল লখনউ সুপার জায়ান্টস

শক্তি:-

১. ক্যাপ্টেন লোকেশ রাহুল ও কুইন্টন ডি'ককের সলিড ওপেনিং জুটি পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। এছাড়া টপ অর্ডারে ব্যাট করার মতো বিকল্প হিসেবে মনন ভোরা, মার্কাস স্টইনিসরা রয়েছেন।

২. দলে স্টইনিস ও হোল্ডারের মতো দু'জন দুর্দান্ত বিদেশি পেসার অল-রাউন্ডার রয়েছেন। ক্রুণাল পান্ডিয়া স্পিনার অল-রাউন্ডার হিসেবে কার্যকরী ভূমিকা নেবেন।

৩. রবি বিষ্ণোই, কৃষ্ণাপ্পা গৌতম, শাহবাজ নদিমের মতো ভারতীয় স্পিনার রয়েছেন। সঙ্গে ক্রুণাল পান্ডিয়ার স্পিন বিকল্প হাতে রয়েছে।

৪. মনন ভোরা, দীপক হুডা, মণীশ পান্ডেরা ঘরোয়া ক্রিকেটে বেশ অভিজ্ঞ।

৫. এভিন লুইস ও কাইল মায়ের্সের ক্যারিবিয়ান ফ্লেভারও রয়েছে লখনউ দলে। সঙ্গে রয়েছেন মার্ক উডের মতো ব্রিটিশ পেসার।

১. লখনউেয়র বোলিং মূলত অল-রাউন্ডার নির্ভর মনে হতে পারে। আবেশ ছাড়া ভালো মানের ভারতীয় পেসার নেই দলে। নির্ভর করতে হবে রাজপুতের উপর।

২. চারজন বিদেশির কোটায় ডি'কক, স্টাইনিস ও হোল্ডারের থাকা প্রায় পাকা। এই অবস্থায় চতুর্থ বিদেশি হিসেবে আগ্রাসী লুইস-মায়ের্সদের ব্যবহার করার সুযোগ কম।

৩. তারকা স্পিনারের অভাবও টের পেতে পারে লখনউ।

সম্ভাব্য প্রথম একাদশ: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, মণীশ পান্ডে, দীপক হুডা/মনন ভোরা, ক্রুণাল পান্ডিয়া, জেসন হোল্ডার, মার্ক উড, রবি বিষ্ণোই, কৃষ্ণাপ্পা গৌতম/শাহবাজ নদিম ও আবেশ খান।

লখনউ সুপার জায়ান্টসসের সম্পূর্ণ স্কোয়াড:- লোকেশ রাহুল (১৭ কোটি), রবি বিষ্ণোই (৪ কোটি), আবেশ খান (১০ কোটি), মণীশ পান্ডে (৪ কোটি ৬০ লক্ষ), দীপক হুডা (৫ কোটি ৭৫ লক্ষ), ক্রুণাল পান্ডিয়া (৮ কোটি ২৫ লক্ষ), অঙ্কিত রাজপুত (৫০ লক্ষ), মায়াঙ্ক যাদব (২০ লক্ষ), করণ শর্মা (২০ লক্ষ), আয়ূষ বাদোনি (২০ লক্ষ), মহসিন খান (২০ লক্ষ), মনন ভোরা (২০ লক্ষ), শাহবাজ নদিম (৫০ লক্ষ), কৃষ্ণাপ্পা গৌতম (৯০ লক্ষ), মার্কাস স্টইনিস (৯.২ কোটি), কুইন্টন ডি'কক (৬ কোটি ৭৫ লক্ষ), মার্ক উড (৭ কোটি ৫০ লক্ষ), জেসন হোল্ডার (৮ কোটি ৭৫ লক্ষ), এভিন লুইস (২ কোটি), কাইল মায়ের্স (৫০ লক্ষ) ও দুষ্মন্ত চামিরা (২ কোটি)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ