ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

চমক দিয়ে আইসিসির মাস সেরা ক্রিকেটারের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৪ ১৫:২৫:৪৪
চমক দিয়ে আইসিসির মাস সেরা ক্রিকেটারের নাম ঘোষণা

এই প্রোটিয়া ব্যাটার তিন নম্বরে নেমে এই ওয়ানডে সিরিজে ৬১ গড়ে ২৪৪ রান করেছেন। এমন পারফরম্যান্সের পর তার প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়ায় অবাক হওয়ার অবকাশ নেই।

এবাদতের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশ দলের পেসার এবাদত। জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করা এবাদত ২৯.৩৩ গড়ে নেন ৯ উইকেট।

কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে কিউইদের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ দিয়েছেন তিনি। সেই টেস্টে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

পিটারসেন ও এবাদত ছাড়া আরও মনোনয়ন পেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হওয়া প্রোটিয়া ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। টুর্নামেন্ট জুড়ে রান করেছেন ৫০৬। গড়টাও অবিশ্বাস্য ৮৪.৩৩।

যুবাদের এই বিশ্ব আসরে দুই সেঞ্চুরির সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বেবি এবি খ্যাত এই প্রোটিয়া ক্রিকেটার। বল হাতে তার দখলে রয়েছে ৭ উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ