ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইসিসির কাছ থেকে শাস্তি পেল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৪ ২১:৫৫:৫৯
আইসিসির কাছ থেকে শাস্তি পেল শ্রীলঙ্কা

সিডনি ম্যাচ শেষে আইসিসির এলিট প্যালেনের ম্যাচ রেফারি ডেভিড বুন স্লো-ওভার রেটের আরোপ আনেন। তাঁর প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় নিয়ে এক ওভার বোলিং করেছে শ্রীলঙ্কা। যে কারণে তাদের জরিমানা আওতায় আনা হয়েছে।

তার পাশাপাশি সতর্ক করা হয়েছে লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কাকেও। গত ম্যাচে ব্যাট হাতে ৫৩ বলে ৭৩ রান করেন নিশাঙ্কা। তবে স্ট্যাম্প মাইকে আইসিসির নিয়ম বিরোধী আচরণ করায় তাঁকে সতর্ক করা হয়েছে। কোড অব কন্ডাক্টের ২.৩ ধারা অনুযায়ী নিশাঙ্কার নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

বুনের আনা অভিযোগ মেনে নিয়েছেন লঙ্কান অধিনায়ক শানাক ও ব্যাটার নিশাঙ্কা। যে কারণে আনুষ্ঠানিক কোনো ঘোষণার প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, অজিদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হেরেই যাচ্ছিল শ্রীলঙ্কা। তবে শেষ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিশাঙ্কা, থিকসেনা ও চামিরা। তবে শেষ রক্ষা হয়নি। স্টয়নিসের শেষ বলে চার মেরে ম্যাচ টাই হয়। ফলে গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে গড়ালে ম্যাচটি হারতে হয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করে মাত্র ৫ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ হারায় সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ