ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নিজেদের অন্য রুপ দেখালেন সাকিব-ব্রাভো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৫ ১০:৪১:১১
নিজেদের অন্য রুপ দেখালেন সাকিব-ব্রাভো

দল না পাওয়ার দুঃসংবাদ শোনার পর তার প্রভাব কোনো ক্রিকেটারের পারফরমেন্সেও পড়তে পারে। এটা খুবই স্বাভাবিক। তাহলে গতকালের ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের নিলিপ্ত পারফর্মেন্স এর পেছনে কি আইপিএলের নিলাম দায়ী। সম্প্রতি আইপিএল নিলামে সাকিবের দল না পাওয়া বাংলাদেশ ক্রিকেট পাড়ার সবচেয়ে বড় খবর।

কেনো অভিজ্ঞতা কিংবা প্রতিভা দুটোতেই সাকিব থেকে পেছানো অনেক ক্রিকেটারকে কোটি কোটি টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজিরা কিনতে পারে, তাহলে বিশ্বসেরা খ্যাতি পাওয়া সাকিবকে কেনো নয়। সাকিব কি শুধুই বাংলাদেশি বলে তাই। এরকম অনেক প্রশ্নই টাইগার সমর্থক থেকে শুরু করে গণমাধ্যমকর্মী প্রায় সবার মাথাতেই আসছে। তবে কারণ যাই হোক নিলাম এরপর সাকিবের পারফরম্যান্স কুমিল্লার বিপক্ষে খুব একটা ভালো হয়নি। ব্যাট হাতে এবারের আসরে অবিশ্বাস্য ফর্মে থাকা সাকিব আজ মাত্র ১ রান করে সাজঘরে ফিরেছেন।

নাজমুল হোসেন শান্তর সাথে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন সাকিব। পরবর্তীতে বল হাতে খুব একটা খারাপ না করলেও ৪ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন সাকিব। সাকিবের পারফরম্যান্স খুব একটা খারাপ না হলেও ঠিক সাকিব সুলভ হয়নি। অপরদিকে সদ্যসমাপ্ত আইপিএল নিলামে সাড়ে ৪ কোটি রুপিতে বিক্রি হওয়ার পর ভিন্ন এক ব্রাভোকে দেখা গিয়েছে। নিজের স্পেলের প্রথম দুই ওভারে মাত্র ৫ রান দিয়েছিলেন ব্রাভো। সেই সময় লিটন এবং জয় বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। ব্রাভোর ওই দুই ওভার লিটন এবং জয়ের উপর চাপ সৃষ্টি করে ফলে পরবর্তীতে উইকেট দিয়ে আসেন তারা।

পরবর্তী দুই ওভারের স্পেলে কিছুটা খরুচে বোলিং করলেও গুরুত্বপূর্ণ সময়ে মঈন আলীর উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত চার ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট স্বীকার করেন ব্রাভো। এছাড়াও ব্যাট হাতে ১৭ রান করে ধুঁকতে থাকা বরিশালকে ১৪০ এর ঘর পার করান ব্রাভো। তাহলে কি আইপিএল নিলামই ব্রাভোর ভালো পারফর্মেন্স এবং সাকিবের কিছুটা নিলিপ্ত পারফরম্যান্সের পেছনে দায়ী। হতে পারে তবে নামটা যে সাকিব আল হাসান ফিরে আসা যে তার স্বভাব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ