ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: দিল্লি ক্যাপিটালসের একাদশে মুস্তাফিজ সুযোগ পাবেন কিনা জানিয়ে দিলেন রিকি পন্টিং

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৬ ১১:৩৭:৪৭
ব্রেকিং নিউজ: দিল্লি ক্যাপিটালসের একাদশে মুস্তাফিজ সুযোগ পাবেন কিনা জানিয়ে দিলেন রিকি পন্টিং

এবারের আইপিএলে বাংলাদেশের সর্মথকরা মাথার উপর আকাশ ভেঙে পড়ার মত এক ধরনের ঘটনার সাক্ষী হয়েছেন। সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কে প্রধান্য না দিয়ে আইপিএল কেনো খেলেন এসব নিয়েই যে সমর্থকদের সমালোচনার কোন জুড়ি থাকত না, সেই সমর্থকরাই সাকিবের দল না পাওয়াকে জাতির অপমান হিসেবে দেখছেন।

অবশ্য ঘটনাটা সত্যিই অনেক বেশি অবাক করার মত। বিপিএলে এধরনের অবিশ্বাস্য পারফরম্যান্সের পর যেখানে সাকিবকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা হওয়ার কথা, সেখানে যেনো ঠিক উল্টোটাই হলো আইপিএল নিলামে। অবশ্য সাকিব দল না পেলেও কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান ঠিকই দল পেয়েছেন।

তার ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আগের মৌসুমে রাজস্থানের হয়ে ভাল পারফর্ম করার পরও অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে কোনো ধরনের দর কষাকষি করেনি।

এখন মূল প্রশ্ন হলো দিল্লি ক্যাপিটালস এর মূল একাদশে সুযোগ পাবেন তো মুস্তাফিজ? নাকি অধিকাংশ সময়ে সাইড বেঞ্চে কাটাতে হবে। তবে দিল্লির বিদেশি খেলোয়াড়দের বিকল্প অন্যান্য দলগুলো থেকে তুলনামূলক কম। দিল্লির বিদেশি ক্রিকেটার গুলো হলেন: ডেভিড ওয়ার্নার ,মিচেল মার্শ ,মুস্তাফিজুর রহমান, টিম সিফাট , রভমান পাভেল, লুঙ্গি এনগিডি আনরিক নরকিয়া।

একাদশে ওয়ার্নার এবং মিচেল মার্শ এর খেলা এক ধরনের নিশ্চিত। পেস বোলিং ডিপার্টমেন্টে লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দলে থাকতে হবে মুস্তাফিজের। দলে পান্ত থাকাতে উইকেটকিপার ব্যাটসম্যান টিম শিফাটের সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। এবং ব্যাটসম্যান রভমান পায়েল এর টি-টোয়েন্টি রেকর্ড এবং সাম্প্রতিক ফর্ম বিচারে সাইডবেঞ্চেই সময় কাটাতে হতে পারে তাকে।

অর্থাৎ ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের পাশাপাশি দুটি পেস বোলার খেলাবে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ মূল একাদশে লুঙ্গী এনগিডি,আনরিক নরকিয়া এবং মোস্তাফিজুর রহমানের মধ্যে যে কোন দুজন খেলবেন। স্বাভাবিক হিসাবে আনরিক নরকিয়ার সাথে মুস্তাফিজের খেলার সম্ভাবনাই বেশি। সম্ভবত আইপিএলের প্রথম থেকেই মুস্তাফিজকে মাঠে দেখা যাবে এবং ধারাবাহিক পারফরম্যান্স করতে পারলে পুরো মৌসুমী হয়তোবা দলের নিয়মিত অংশ থাকবেন মুস্তাফিজুর।

তার অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম হলো মুস্তাফিজ বাঁহাতি। আর বাঁহাতি বোলাররা শেষের দিকে অর্থ্যাৎ ডেথ ওভারে উইকেট পান পাশাপাশি রানও কম দেন।

আর ২য় কারণ হলো নিলামে প্রথম ডাকেই মুস্তাফিজকে দলে ভিড়ায় দিল্লি। আর লুঙ্গী এনগিডিকে প্রথম ডাকে অবিক্রিত থেকে যান, কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। ২য় কলে তাকে দলে ভেড়ায় দিল্লি। এই থেকে বোঝা যায় মুস্তাফিজকে নিয়ে তাদের পরিকল্পনা ছিল কিন্তু লুঙ্গী এনগিডিকে পরি কল্পনা ছিল না।

রিকি পন্টিং বলেন, মুস্তাফিজের মত একজন বাঁহাতি বোলারকে দলে ভেড়াতে পেরে আমরা শক্তিশালী বোধ করছি। আমাদের দলটা আরও ভারসাম্যপূর্ণ হয়েছে। তাই এক রকম বলায় যায় দিল্লির সেরা একাদশে থাকবেন মুস্তাফিজ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ