ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

6,6,6,6,4,4,4,6,4,4 চার ছক্কার ব্যাটিং ঝড়ে নারাইনের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গেল চট্টগ্রাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৬ ২০:৩৭:৩১
6,6,6,6,4,4,4,6,4,4 চার ছক্কার ব্যাটিং ঝড়ে নারাইনের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গেল চট্টগ্রাম

ফাইনালে আগামী শুক্রবার ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অবশ্য কুমিল্লার রান তাড়ার শুরুটা ছিল হতাশার। ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন দাস। তবে এর পরের গল্প নারাইনের। মাত্র ১৩ বলে অর্ধশতক পূরণ করেন। যা বিপিএল ইতিহাসের দ্রুততম।

নারাইন ৫৭ ও ইমরুল কায়েস ২২ রানে ফিরলেও জয় পেতে কুমিল্লার কোনো অসুবিধাই হয়নি।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক আফিফ হোসেন। ব্যাট হাতে ফলটির শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে মাত্র ২২ বলে আসে ৩১ রান।

১৬ রানে উইল জ্যাকস ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ব্যাটিং ধসে পড়ে চট্টগ্রাম। ১৯ রানের মাঝে পাঁচ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা।

জাকির হাসান ২০, চ্যাডউইক ওয়ালটন ২, আফিফ ১০ ও শামীম পাটোয়ারি ০ রানে আউট হলে বেশ বিপদে পড়ে চট্টগ্রাম। এ সময় দলের হাল ধরেন মেহেদি মিরাজ ও আকবর আলী। দুজনে গড়েন ৬১ রানের জুটি।

২০ বলে ৩৩ রান করে আকবর বিদায় নেয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মিরাজ। এছাড়া মৃত্যুঞ্জয় খেলেন ১৫ রানের ইনিংস।

কুমিল্লার হয়ে শহিদুল ইসলাম ও মঈন আলী তিনটি করে এবং আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম একটি করে উইকেট নেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ