ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

উইন্ডিজের অনেক বেশী দরকার ছিলো এই নারিনকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৭ ১৪:১৩:৫৩
উইন্ডিজের অনেক বেশী দরকার ছিলো এই নারিনকে

সম্প্রতি ভারতের মাটিতে যেখানে রান তুলতে গিয়ে খাবি খাচ্ছে উইন্ডিজের ব্যাটসম্যানরা ঠিক তখনই পাশের দেশে চলমান বিপিএলে ঝড় তুললেন সুনীল নারাইন। ১৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলের ফাইনাল খেলা নিশ্চিত করেন নারাইন। নারাইনের এই হাফ সেঞ্চুরিটি বিপিএল ইতিহাসেরই দ্রুততম হাফ সেঞ্চুরি। নারায়ণের ইনিংসের উপর ভর করে ১২.৫ ওভারেই চট্টগ্রামের ১৪৯ রান টপকে যায় কুমিল্লা।

অপরদিকে একই দিনে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ মাত্র ১৫৭ রান করেন উইন্ডিজ। জবাবে ১৮.৫ ওভারেই লক্ষ্য টপকে যায় ভারত। এমনটি নয় যে নারাইন থাকলেই ম্যাচটি জিততো উইন্ডিজ। তবে দেশের খেলা চলাকালীন দলের মূল খেলোয়াড়রা এভাবে ছন্নছাড়া ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলে উইন্ডিজের সামনে আগানো কঠিন হয়ে পড়বে।

একসময়ের বিশ্ব শাসন করা দল এখন ঠিকমতো আয়ারল্যান্ডের সাথে ও প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারে না। তবে এই অবস্থার জন্য শুধু খেলোয়াড়দেরই নয় বোর্ডেরও সমানভাবে দায়ী নিতে হবে। বিশ্বের অন্যান্য শীর্ষ দল গুলোর তুলনায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন অনেক বেশি কম।

অবশ্যই দেশের হয়ে খেলার চেয়ে উপরে কোন কিছু নয় তবে ওয়েস্টইন্ডিজ তো কোনো দেশ নয়। পাশাপাশি সাত-আটটি দ্বীপ নিয়ে তৈরি করা হয়েছে এ দলটি। ফলে খেলোয়াড়দের মধ্যে নিবেদনের অভাব থাকাটাই স্বাভাবিক। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যদি খেলোয়াড়দের কিছুটা বাড়তি অর্থের প্রতিশ্রুতি দিতে পারে তাহলে অবস্থার পরিবর্তন আসতে ও পারে। বিশ্বের বড় বড় দলগুলোর কাছে ওয়েস্ট ইন্ডিজের এভাবে অসহায় আত্মসমর্পণ করায় দিনশেষে ক্রিকেটের মানটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ