ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অ্যাথলেটিক্সে ইমরানুরকে নিয়ে বড় আশা বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৭ ১৫:১৬:৫৪
অ্যাথলেটিক্সে ইমরানুরকে নিয়ে বড় আশা বাংলাদেশের

বনানী আর্মি স্টেডিয়ামে ইলেকট্রনিক্স স্কোরবোর্ডে ১০.৫০ সেকেন্ড টাইমিং এ দৌড় শেষ করেন ইমরানুর। যা ১০০ মিটার স্প্রিন্টে জাতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে সেরা টাইমিং। প্রথমবার ট্র্যাকে নেমেই ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন এই অ্যাথলেট। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধরনের সম্পদ হতে পারে এই ইমরানুর। বাংলাদেশের জার্সি গায়ে ট্র্যাকে দৌড়াতে চান এই কথা আগেই বলেছিলেন ইমরানুর। এবার তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এবারের কমনওয়েলথ গেমসে ১১ জনের অ্যাথলেটিক্স দলে জায়গা পেয়েছেন তিনি। ছেলেদের দলে ইমরানুরের পাশাপাশি রয়েছে সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও রাকিবুল হাসান। এছাড়া রাকিবুল ২০০ মিটার স্প্রিন্ট এবং লংজাম্পে অংশগ্রহণ করবেন ইসমাইল। হাই জাম্পে অংশগ্রহণ করবেন জাতীয় চ্যাম্পিয়ন মাহফুজুর রহমান ,স্বপন বিশ্বাস এবং লংজাম্পে মোঃ আশরাফুল ইসলাম। মেয়েদের ১০০ ও ২০০ মিটার দলে রয়েছে সুমাইয়া দেওয়ান শিরিন আক্তার এবং হাই জাম্পে রয়েছে উম্মে হাফসা রুমকি ঋতু আক্তার। পাশাপাশি ৩০০০ মিটার এ রয়েছে রিঙ্কি বিশ্বাস। এ দলটি গঠন প্রসঙ্গে অ্যাথলেটিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক আব্দুর রাকিব বলেন"শুধু কমনওয়েলথ গেমস নয় আগামী বছরে এস এ গেমসকে মাথায় রেখে মূলত দলটি গঠন করা হয়েছে। আমাদের বেশ কয়েকজন অ্যাথলেট এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করেছে। দীর্ঘমেয়াদী ট্রেনিং দিতে পারলে এসএ গেমসে পদক আনা সম্ভব"। নিঃসন্দেহে দেশের অ্যাথলেটিক্সে ইমরানুর এর মতো প্রতিভাবানদের অন্তর্ভুক্তি দেশের অ্যাথলেটিক্সকে অনেক এগিয়ে নিয়ে যাবে। হয়তোবা এই ইমরানুর এর হাত ধরেই কেটে যাবে অ্যাথলেটিক্সের দীর্ঘদিনের পদক খরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ