ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাকিবের মতোই অধিনায়ক হতে চান ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৭ ১৯:৫২:১১
সাকিবের মতোই অধিনায়ক হতে চান ইমরুল

দুজনই বিপিএলের এবারের আসরে চৌকশ অধিনায়কত্ব দিয়ে প্রশংসিত হয়েছেন। অধিনায়কত্বের সঙ্গে ব্যাটে-বলেও দারুণ ফর্মে আছেন সাকিব। ফাইনালের মাঠে তাই সাকিবের মতো প্রো অ্যাকটিভ থাকতে চান কুমিল্লার অধিনায়ক ইমরুল।

এ প্রসঙ্গে ইমরুল বলেছেন, ‘সাকিব তো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছে, ওর অভিজ্ঞতা আরো বেশি। ও মাঠের ভেতরে অনেক প্রো-অ্যাকটিভ থাকে, আমিও চেষ্টা করছি, যেহেতু এটা আমার বিপিএলে তৃতীয়বার অধিনায়কত্ব। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার, দিন দিন উন্নতি করার। সব দিক থেকে কালকে যে মাঠে ধীরস্থির থাকবে, যারা সাহস নিয়ে খেলতে পারবে তারাই ভালো করবে।’

বরিশাল দলে পারফর্মারের অভাব নেই। যদিও দলটিকে ফাইনালে তুলতে সবচেয়ে বেশি অবদান সাকিবেরই। ১০ ম্যাচে ২৭৭ রান ও ১৫ ‍উইকেট নিয়ে দলের শীর্ষ ব্যাটসম্যান-বোলার। এদিকে ব্যাট হাতে বেশ কয়েকটি বড় ইনিংস খেললেও ধারাবাহিক নন ইমরুল। ম্যাচে তিনি করেছেন রান।

ইমরুলের অধিনায়কত্ব অবশ্য অন্য কথা বলছে। এর আগে তিনবার কুমিল্লার অধিনায়কত্ব করেছেন এই টপ অর্ডার ব্যাটার। এর মধ্যে এক আসরে তার নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছে তারা। এর ফলে বিপিএলের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কও তিনি। আগেরবারের ফাইনালের মতোই এবার খেলতে চান ইমরুল।

তিনি বলেন, ‘এর আগে কুমিল্লা দুইবার ফাইনাল খেলেছে এবং একবার চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি কালকের ম্যাচটাও আমরা একই প্রক্রিয়ায় খেলব। প্রথম কোয়ালিফায়ার হেরে আমরা হতাশায় ছিলাম, কী করব না করব ভাবছিলাম। কিন্তু গতকালকে (চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে) যেভাবে ফিরে এলাম, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক উপরে। রান তাড়া বলেন বা প্রথমে ব্যাটিং বলেন সবকিছুতে ইতিবাচক আছি। ইনশাআল্লাহ কালকে ভালো কিছু হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ