ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ফিক্সিং ইস্যুতে দেশের ক্রিকেটের গোড়াতেই সমস্যা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৭ ২২:০০:৪০
ফিক্সিং ইস্যুতে দেশের ক্রিকেটের গোড়াতেই সমস্যা

সম্প্রতি জানা গিয়েছে জাতীয় দল থেকেই নয় বাংলাদেশ টাইগার্স কিংবা (এ) দল বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে মোসাদ্দেক হোসেন সৈকত কে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বিসিবিকে এ সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে খোদ আইসিসি।

ঘটনা শুরু হয় গতবছর টি টেন লিগ থেকে। ডুবাইতে মোসাদ্দেক এর গতিবিধি সন্দেহজনক লেগেছে আইসিসির কাছে। এমনকি টুর্নামেন্ট শেষে সবাই দেশে ফিরে গেলেও দুই দিন মোসাদ্দেককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন আইসিসির দুর্নীতি দমন কমিশন। শুধু তাই নয় সম্প্রতি বিসিএলেও মোসাদ্দেকের গতিবিধি সন্দেহজনক লেগেছে আইসিসি এবং বিসিবির কাছে।

বিসিএলের ম্যাচ ফিক্সিং ইস্যুতে যতসব বিতর্ক তার সবগুলোতেই প্রায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সৈকতের নাম। তবে এতকিছুর পরও শোধরায়নি সৈকত। শোনা যাচ্ছে বিপিএলেও সিলেটের হয়ে তার কার্যক্রম ছিল যথেষ্ট সন্দেহজনক। ম্যাচ ফিক্সিং ইস্যুতে মোসাদ্দেক সহ পুরো সিলেট ফ্র্যাঞ্চাইজি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে অনেকেই।

মাত্রই ক্রিকেট বিশ্বে একটি সম্মানজনক অবস্থান অর্জন করছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ ক্রিকেট বিপ্লবের এ সময়ে এসব অনৈতিক কার্যক্রম এর বৃদ্ধি পাওয়ার কারণটা কি? মূল কারণ সম্ভবত দেশের ক্রিকেটের গোড়াতেই সমস্যা। ঢাকার প্রথম এবং দ্বিতীয় বিভাগ লীগে নিয়মিত ম্যাচ ফিক্সিং হয় একথা জানার পরও এটি নিয়ে খুব বেশি মানুষের মাথা ব্যথা নেই।

সাধারণ মানুষের মাথাব্যথা না থাকাটাই স্বাভাবিক তবে বিসিবিতে কার্যরত লোকদেরও কেনো থাকবে না? যদিও গণমাধ্যমে এ নিয়ে প্রায় লেখালেখি হয়, তবে সমাধান তো নিশ্চয়ই গণমাধ্যমকর্মীরা দিতে পারবেন না কাজটা তো দিনশেষে বিসিবিরই করতে হবে। তবে এই কাজ করার ব্যাপারেই বিসিবির যেনো যত অনীহা।

যেকোনো তরুণ ক্রিকেটার যখন নিজের ক্যারিয়ারের শুরু থেকেই ম্যাচ ফিক্সিং জাতীয় জিনিস দেখে অভ্যস্ত হবে। তখন তার কাছে ম্যাচ ফিক্সিং একটি স্বাভাবিক ব্যাপার হিসেবেই মনে হবে। এবং হয়তোবা শীর্ষ পর্যায়ের ক্রিকেটে এসেও কিছু ক্রিকেটার এ ধরনের কাজ করতে দ্বিধাবোধ করবে না। আজ দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের দুর্গন্ধ আসছে কোনোদিন সেটি যদি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ও চলে আসে। দ্রুতই এ সমস্যার সমাধান করতে হবে বিসিবিকে তা না হলে মোহাম্মদ আশরাফুলের মতো আরো প্রতিভাবান ক্রিকেটার কে হারাবে দেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ