ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নতুন ফিল্ডিং কোচের নাম ঘোষণা করলো বিসিবি, চুক্তি আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৭ ২৩:২৩:০৬
নতুন ফিল্ডিং কোচের নাম ঘোষণা করলো বিসিবি, চুক্তি আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। ফিল্ডিংয়ে দৃষ্টিকটু ভুলের কারণে জয় হাতছাড়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে কাঠগড়ায় দাঁড়াতে হয় সর্বশেষ ফিল্ডিং কোচ রায়ান কুককে।

বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল কুকের কার্যকারিতা নিয়ে। পাকিস্তান সিরিজের আগেই তাই দায়িত্ব হারান তিনি। এরপর পাকিস্তান সিরিজ ও নিউজিল্যান্ড সফরে অস্থায়ী ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান বাবুল।

এদিকে আসন্ন আফগানিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ হিসেবে বেছে নেওয়া হয় সাবেক অধিনায়ক রাজিন সালেহকে। তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি দলের সাথে চুক্তিবদ্ধ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে দায়িত্ব পালন করতে পারবেন না রাজিন। সেই সিরিজ থেকেই শুরু হবে ম্যাকডারমটের বাংলাদেশ অধ্যায়।

নতুন কোচ ম্যাকডারমট সর্বশেষ শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ম্যাকডারমট দায়িত্ব নেবেন, বিষয়টি বিডিক্রিকটাইমের আন্তর্জাতিক প্রতিবেদককে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষস্থানীয় সূত্র।

সূত্র জানিয়েছে, ৪১ বছর বয়সী এই অস্ট্রেলীয় কোচের সাথে আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করছে বিসিবি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ