ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

গাড়ি বা মোটর বাইক নয় এবার বিপিএলে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন টাকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৮ ১০:৩৯:৫৬
গাড়ি বা মোটর বাইক নয় এবার বিপিএলে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন টাকা

এরপর সেটা নেমে এসেছিল মোটর সাইকেলে। এবার সেটাও থাকছে না। বিপিএলের এবারের আসরের টুর্নামেন্ট সেরা পাবেন শুধু ২ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ১ লাখ ৭১ হাজার টাকা মাত্র। পুরষ্কারের অর্থের কথা শুনে হতাশ হতে পারেন বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে থাকা ক্রিকেটাররা।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে উঠেছে সাকিব আল হাসানের। সাত আসরের মধ্যে তিনবার সেরা হওয়ার দৌড়ে সাকিবের ধারে কাছেও ছিলেন না কেউ। প্রথম দুই আসরেই সাকিব টুর্নামেন্ট সেরার পুরষ্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন।

এরপর ২০১৭ বিপিএলে আসরের সেরা খেলোয়াড় হিসেবে এই অলরাউন্ডার জিতেছিলেন মোটর সাইকেল। এবারও সেরা হওয়ার দৌড়ে সাকিব আছেন সবার চেয়ে এগিয়ে। এরই মধ্যে টানা পাঁচ ম্যাচে সেরা ক্রিকেটার হয়ে ইতিহাসই গড়ে ফেলেছেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টি টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড নেই সাকিব ছাড়া কারো। এবারের আসর জুড়ে সাকিব ব্যাটে-বলে অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছেন। ১০ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩০.৭৭ গড়ে করেছেন ২৭৭ রান। যা এখন পর্যন্ত আসরের সপ্তম সর্বোচ্চ।

বল হাতেও অনবদ্য সাকিবের শিকার ১৫ উইকেট। সেরা বোলারদের তালিকায় আছেন তিন নম্বরে। এমন পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট সেরা হলেও ২ হাজার ডলার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সাকিবকে। সাকিব ছাড়াও বিপিএলের আগের সাত আসরে আরও চারজন হয়েছেন টুর্নামেন্ট সেরা।

এর মধ্যে বিপিএলের তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আসগর জাইদি, চতুর্থ আসরে মাহমুদউল্লাহ রিয়াদ, পঞ্চম আসরে ক্রিস গেইল ও সপ্তম আসরে আন্দ্রে রাসেল হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

বিপিএলের আগের আসরের টুর্নামেন্ট সেরারা-

সাকিব আল হাসান: খুলনা রয়্যাল বেঙ্গলস (২৮০ রান ও ১৫ উইকেট)

সাকিব আল হাসান: ঢাকা গ্ল্যাডিয়েটর্স (৩২৯ রান ও ১৫ উইকেট)

আসগর জাইদি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২১৫ রান ও ১৭ উইকেট)

মাহমুদউল্লাহ রিয়াদ: খুলনা টাইটান্স (৩৯৬ রান ও ১০ উইকেট)

ক্রিস গেইল: রংপুর রাইডার্স (৪৮৫ রান)

সাকিব আল হাসান: ঢাকা ডায়নামাইটস (৩০১ রান ও ২৩ উইকেট)

রাজশাহী রয়্যালস: আন্দ্রে রাসেল (২২৫ রান ও ১৪ উইকেট)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ