ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বাবরকে বাঁচাতে বাংলাদেশকে চরম অপমান করলো সালমান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৮ ১১:০০:৫৬
বাবরকে বাঁচাতে বাংলাদেশকে চরম অপমান করলো সালমান

আসরে আটটি ম্যাচ খেলে ফেললেও, এখনও এক ম্যাচেও জিততে পারেনি করাচি। নিয়মিতই পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনা শুনতে হচ্ছে বাবরকে। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের কাছ থেকে জাতীয় দলের অধিনায়কত্ব কেড়ে নেয়া উচিত বলেও মনে করছেন কেউ কেউ।

এসবের পাল্টা সমালোচনা করেছেন বাট। ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটারের মতে করাচি কিংস দল হিসেবে ভালো নয়, আর তাই অধিনায়ক হিসেবে বাবরের বেশি কিছু করারও নেই।

এই ব্যাপারে বাংলাদেশকে টেনে এনে বাট বলেন, 'আমি সেটা মনে করি না (বাবর ব্যর্থ অধিনায়ক)। সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন তাহলে তো তারা আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে না। আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে।'

'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার স্কোয়াডে যদি সঠিক ব্যালেন্স না থাকে, আপনি অনেক কিছু করতে পারবেন না। বাবরের সঙ্গে যারা খেলে তাদের সে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে পেয়েছে। আপনার দলে বিশেষজ্ঞও নেই। তাই আপনি কতোটা ভালো পরিকল্পনা করেন, সেটা মুখ্য না।'

বাংলাদেশকে কটাক্ষ করা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশকে ইঙ্গিত করে কুরুচিকর মন্তব্য করেছে ভারত ও পাকিস্তানের সাবেকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ