ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

‘ধোনি-পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তাঁরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে না’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৮ ১৪:১৭:০৯
‘ধোনি-পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তাঁরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে না’

তবে এখনও সেই পুরনো অভ্যাসে আটকে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাট। এই তো চলমান পিএসএলে একটি ম্যাচও জিততে পারল না করাচি কিংস। দলটির অধিনায়ক আবার পাকিস্তান জাতীয় দলের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়া বাবর।

করাচি ও বাবরের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশকে টেনে এনে খোঁচা মারলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাট জানান- ধোনি কিংবা পন্টিংয়ের মতো কিংবদন্তীদের বাংলাদেশের কোচ করা হলেও তাঁরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে না।

“আমি তা বলব না (বাবর অধিনায়ক হিসেবে খারাপ)। পাকিস্তানের অধিনায়কও তিনি। এখন আপনি যদি এমএস ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তাঁরাও বিশ্বচ্যাম্পিয়ন হবে না। যদি আপনাকে কিছু পরিবর্তন আনতে হয় তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে।”

তিনি আরও যোগ করেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার স্কোয়াডে সঠিক ভারসাম্য না থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন না। তেমনি-ই বাবর টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এই খেলোয়াড়দের পেয়েছে। যে কারণে দলের মধ্যে কোনো বিশেষত্ব নেই। তাই আপনি যত শক্তিশালী পরিকল্পনাকারীই হন না কেন, সাফল্য সম্ভব নয়।”

আগের ম্যাচের পরাজয়ে আনুষ্ঠানিকভাবে পিএসএলের এবারের আসর থেকে বিদায় ঘণ্টা বেজেছিল করাচি কিংসের। বৃহস্পতিবার অষ্টম ম্যাচেও রিজওয়ান ও খুশদিলের ব্যাটে মুলতান সুলতানসের কাছে হেরেছে বাবর আজমের করাচি কিংস।

উল্লেখ্য, ২০১০ সালে ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত থাকায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাট। সেই নিষেধাজ্ঞায় বাটের সঙ্গী ছিলেন আমির, আসিফও। নিষেধাজ্ঞা কাটিয়ে আমির জাতীয় দলে ফিরলেও,

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ