ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নারাইনের ক্ষ্যাপাটে ব্যাটিংয়ে বরিশালকে বিশাল রানের টার্গেট দিল কুমিল্লা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৮ ১৯:৪২:০৬
নারাইনের ক্ষ্যাপাটে ব্যাটিংয়ে বরিশালকে বিশাল রানের টার্গেট দিল কুমিল্লা

মুজিব উর রহমানের করা প্রথম ওভারেই তিনি নেন ১৭ রান। ২১ বলে পূর্ণ করেন অর্ধশতক। ৫ম ওভার শুরু করেন মেহেদী হাসান রানাকে ছক্কা হাঁকিয়ে। তবে ঐ ওভারেই নাজমুল হোসেন শান্তর হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় নারাইনকে।

বিদায়ের আগে ২৩ বলের মোকাবেলায় করেন ৫৭ রান, হাঁকান পাঁচটি করে চার-ছক্কা। নারাইনের আগেই বরিশাল শিকার করে লিটনকে। তবে মূল বিপর্যয় শুরু হয় নারাইনের বিদায়ের পর।

খেই হারিয়ে ফেলা কুমিল্লা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৯৫ রানের মধ্যে হারিয়ে ফেলে ৬ উইকেট। বরিশালের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করায় কুমিল্লা প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি। ৬ ওভার শেষে যে কুমিল্লার রান ছিল ৭৩, ১৮ ওভার শেষে তাদের রানই ছিল মাত্র ১৪১।

সপ্তম উইকেটে মঈন আলী ও মেহেদী হাসান রানা গড়েন ৫৪ রানের পার্টনারশিপ, ৫২ বলের মোকাবেলায়। শেষ ওভারে দুজনই ফেরেন সাজঘরে। রানআউট হওয়ার আগে ৩২ বলে ৩৮ রান করেন মঈন, হাঁকান দুটি চার ও একটি ছক্কা। ২৭ বলে ১৯ রান করে শফিকুলের শিকার হন রনি। পরের বলে শফিকুল শিকার করেন শহিদুল ইসলামকেও। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১৫১ রান।

বরিশালের পক্ষে শফিকুল ইসলাম ও মুজিব উর রহমান শিকার করেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো ও মেহেদী হাসান রানা।

সংক্ষিপ্ত স্কোর টস : কুমিল্লা ভিক্টোরিয়ান্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫১/৯ (২০ ওভার)নারাইন ৫৭, মঈন ৩৮, রনি ১৯, ইমরুল ১২মুজিব ২৭/২, শফিকুল ৩১/২, ব্রাভো ২৬/১, সাকিব ৩০/১

জয়ের জন্য ফরচুন বরিশালের প্রয়োজন ১৫২ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ