ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: টুর্নামেন্ট সেরা হয়েও পুরস্কার শুনে মন খারাপ যা করলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৮ ২৩:১৩:২২
ব্রেকিং নিউজ: টুর্নামেন্ট সেরা হয়েও পুরস্কার শুনে মন খারাপ যা করলেন সাকিব

বিপিএলের এবারের আসরের টুর্নামেন্ট সেরা পাচ্ছেন মাত্র ২ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ১ লাখ ৭১ হাজার টাকা মাত্র। পুরস্কারের অর্থের কথা শুনে হতাশ হতে পারেন বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে থাকা ক্রিকেটাররা। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে উঠেছে সাকিব আল হাসানের।

সাত আসরের মধ্যে তিনবার সেরা হওয়ার দৌড়ে সাকিবের ধারে কাছেও ছিলেন না কেউ। প্রথম দুই আসরেই সাকিব টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন। এরপর ২০১৭ বিপিএলে আসরের সেরা খেলোয়াড় হিসেবে এই অলরাউন্ডার জিতেছিলেন মোটর সাইকেল।

এবারের আসর জুড়ে সাকিব ব্যাটে-বলে অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছেন। ১১ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৮৪ রান। যা এখন পর্যন্ত আসরের সপ্তম সর্বোচ্চ। বল হাতেও অনবদ্য সাকিবের শিকার ১৬ উইকেট। সেরা বোলারদের তালিকায় আছেন তিন নম্বরে। এমন পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট সেরা হলেও ২ হাজার ডলার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে সাকিবকে। সাকিব ছাড়াও বিপিএলের আগের সাত আসরে আরও চারজন হয়েছেন টুর্নামেন্ট সেরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ