ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ফিক্সিং ইস্যু নিয়ে ‘ক্ষুব্ধ’ পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৯ ১১:১৭:০১
ফিক্সিং ইস্যু নিয়ে ‘ক্ষুব্ধ’ পাপন

আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট থেকে কোনো রিপোর্ট পায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসব খবরে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার বিপিএল ফাইনাল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাগ ঝাড়েন তিনি। নাজমুল হাসান বলেছেন, ‘তদন্ত হওয়ার আগে কোনো অভিযোগ তো থাকতে হবে কিংবা কিছু তো জানতে হবে।

প্রথম কথা হচ্ছে, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই (ফিক্সিং নিয়ে)। আর এটা আমাদেরও দেখার ব্যাপার নয়। এটা দেখার জন্য আমাদের আকসু আছে, আইসিসিরও আকসু আছে। দুর্নীতি বিরোধী ইউনিট আছে। কোথাও থেকে আমাদের কাছে কোনো কিছু আসেনি।

কাজেই যেই জিনিস আসেনি সেই জিনিস নিয়ে কথা বলার মানে হয় না।’ বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘আমাদের সমস্যা হচ্ছে কি…আমরা নিজেরাই আমাদের বদনাম করি, এটাই হলো আমাদের সমস্যা। বিপিএল বলেন আর অন্য যাই বলেন। অন্য সব দেশে কিন্তু ওরা খারাপ হলেও বলে না। খালি প্রশংসাই শুনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ