ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ জাতীয় ছায়া দল বাংলাদেশ টাইগার্সের কোচিং প্যানেলসহ ২৩ জন ক্রিকেটারের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৯ ১৪:৪৯:০৩
বাংলাদেশ জাতীয় ছায়া দল বাংলাদেশ টাইগার্সের কোচিং প্যানেলসহ ২৩ জন ক্রিকেটারের নাম ঘোষণা

এর মধ্যে বেশিরভাগই দেশি কোচ। আছেন ২ জন বিদেশি কোচও। ছায়া দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন দেশের প্রখ্যাত কোচ মিজানুর রহমান বাবুল। থাকবেন একজন স্পেশালিষ্ট কোচ এবং একজন পেস বোলিং কোচ।

স্পেশালিষ্ট কোচ হিসেবে আসছেন ইংল্যান্ডের কুকি প্যাটেল। কাউন্টিতে কোচিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ ফিল্ডিং স্পেশালিষ্ট। আর দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে কাজ করা লঙ্কান ফাস্ট বোলিং কোচ চম্পকা রমানায়েকে হাই পারফরম্যান্স ইউনিটের পাশাপাশি ছায়া দলের সময় দেবেন। যদিও বাংলাদেশ জাতীয় দলেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করার সম্ভাবনা রয়েছে চম্পকার।

এই ৩ জন ছাড়াও আরও ৬ জন কোচ কাজ করবেন ছায়া দলের সাথে। তাদের মধ্যে ২ জনের নাম জানানো হয়েছে। তারা হলেন দুই সাবেক ক্রিকেটার- আফতাব আহমেদ ও নাজমুল হোসেন।

বাংলাদেশ টাইগার্সের দায়িত্বে থাকা বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘কোচিং প্যানেলকে নেতৃত্ব দেবেন আমাদের মিজানুর রহমান বাবুল ভাই। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের বিভিন্ন বিভাগে কাজ করেছেন। অন্যান্য ঘরোয়া ক্রিকেটেও প্রধান কোচ হিসেবে কাজ করেন। উনি কোচিং স্টাফকে নেতৃত্ব দিবেন এই মেয়াদে, দুজন বিদেশি কোচ থাকবে তার সহকারী হিসেবে।’

সেই দুই সহকারী হিসেবে কুকি ও চম্পকার নাম জানিয়ে ইনাম আরও বলেন, ‘বিশেষজ্ঞ হিসেবে, একজন ফিল্ডিং বিশেষজ্ঞ আসছে ইংল্যান্ড থেকে তার নাম হল কুকি প্যাটেল। আর বিসিবির সাথে চম্পকা আছে এইচপির প্রোগ্রামে, এসব প্রোগ্রামে সবসময় থাকে বোলিং কোচ। সে এই প্রোগ্রামেও যোগ দিবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ