ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মাত্র আড়াই দিনেই শেষ দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৯ ১৫:১৫:২২
মাত্র আড়াই দিনেই শেষ দক্ষিণ আফ্রিকা

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার র‍্যাসি ভ্যান ডার ডাসেন ফিরে গেছেন এদিনের শুরুর ভাগেই। ৯ রান করে হেনরির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর দশ ওভার পর জুবায়ের হামজাকে (৬) মাঠ ছাড়া করেন কাইল জেমিসন।

তারপর খানিকটা সময় লড়াইয়ের ইঙ্গিত দেন টেম্বা বাভুমা ও কাইল ভেরিনি। কিন্তু দলীয় ৯১ রানের মধ্যে এই দুই ব্যাটারও সাজঘরের পথ ধরেন। ৭৩ বলে ৪১ রান করে নেইল ওয়াগনারের বলে লেগ বিফোর উইকেটে শিকার হন বাভুমা।

এরপরের ওভারে ৩৮ বলে ৩০ রান করা উইকেটরক্ষক ব্যাটার ভেরিনিকে ফেরান সাউদি। তারপর আর দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। লেজের সারির মার্কো জানসেন ১০ ও অভিষিক্ত গ্লেন্টন স্টুরম্যান ১১ রানে ফিরে যান।

নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন সাউদি। আগের ইনিংসে সাত উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা হেনরি এই ইনিংসে নেন দুই উইকেট। হেনরির সমান সংখ্যক উইকেট নেন ওয়াগনার।

প্রথম ইনিংসে হেনরি নিকোলসের ১০৫ ও টম ব্ল্যান্ডেলের ৯৬ রানের সৌজন্যে ৪৮২ রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ৯৫/১০ (৪৯.২ ওভার) (হামজা ২৫; হেনরি ৭/২৩)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৪৮২/১০ (১১৭.৫ ওভার) (নিকোলস ১০৫, ব্ল্যান্ডেল ৯৬; অলিভিয়ের ৩/১০০)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস- ১১১/১০ (৪১.৪ ওভার) (বাভুমা ৪১, ভেরিনি ৩০; সাউদি ৫/৩৫)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ