ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিপিএল ফাইনালে ফুটে উঠল টাইগারদের সেই পুরনো চিত্র

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৯ ১৬:১৭:৪৫
বিপিএল ফাইনালে ফুটে উঠল টাইগারদের সেই পুরনো চিত্র

কিন্তু বাংলাদেশে ব্যাপারটা পুরো উল্টো এখানে বল সমান রান হলেও অনেক সময় টি-টোয়েন্টি ম্যাচে সেটি চেজ করতে ব্যর্থ হয় দলগুলো। তাহলে বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে আমাদের ক্রিকেটের মানটা কি পিছিয়ে নেই? একটি কথা মেনে নিতেই হবে যে টি-টোয়েন্টি ক্রিকেট মূলত ব্যাটসম্যানদের উপরই নির্ভর করে।

সেখানে ১৮ বলে ১৮ রান করার মতো সামান্য কাজটিও করে দেখাতে পারেনি বরিশালের ব্যাটসম্যানরা। অথচ ওই সময় উইকেটে ছিলেন জাতীয় দলের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান। আপাতত সোহানকে নিয়েই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ফিনিশিং পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকেরা।

সেই সোহানই যখন এত সহজ একটি সমীকরণ মেলাতে ব্যর্থ হয়, তখন এটা কিভাবে আশা করা যায় যে বিশ্ব ক্রিকেটের সেরা বোলারদের বিপক্ষে কম বলে বেশি রান করবে বাংলার ফিনিশাররা। অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে সফল হতে হলে একটি দলের ভালো ওপেনিং কম্বিনেশন এবং কার্যকর ফিনিশার লাগবেই। আর এ দুটো জায়গায় সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে বাংলাদেশ।

অবশ্য শুধু আজকের ম্যাচ নয় পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যর্থ নুরুল হাসান সোহান। এছাড়া বাংলাদেশ দলের জন্য লোয়ার অর্ডার এ ব্যাট করা আরেক ব্যাটসম্যান আফিফ হোসেন ও ভুলে যাওয়ার মতো একটি বিপিএলই কাটিয়েছেন। শামীম হোসেন ও এবারের বিপিএলে ছিলেন চরম রকমের অধারাবাহিক।

পুরো মৌসুমে মাত্র একটি ফিফটি পেয়েছেন এই ব্যাটসম্যান। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের ফিনিশিংয়ে ভবিষ্যৎ যাদের মনে করা হতো তাদের অধিকাংশই এবারের বিপিএলে ব্যর্থ হয়েছে। শামীম এবং আফিফ টুকটাক কিছু হার্ড হিটিং এর ঝলক দেখাতে পারলেও নুরুল হাসান সোহানকে পুরোপুরি ব্যর্থই বলা যায়। সামনে আফগানদের বিপক্ষে সিরিজে কঠিন চ্যালেঞ্জে পড়ছেন নির্বাচকেরা। দলের জন্য কার্যকর ফিনিশার খুঁজতে না পারলে আবারো তরে গিয়ে তরী ডুবে যাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ