ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষ ও স্মরণীয় এক সেঞ্চুরি করলেন পোলার্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২০ ১১:২৫:২১
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষ ও স্মরণীয় এক সেঞ্চুরি করলেন পোলার্ড

ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল পোলার্ডের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ। তবে বহু আগেই নিজের শততম ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন পোলার্ড। সুতরাং, সীমিত ওভারের দুই ফরম্যাটেই তার ১০০টি করে ম্যাচ খেলা হয়ে গেল।

তবে আশ্চর্যজনক মনে হলেও, তিনিই একমাত্র ক্রিকেটার যিনি সীমিত ওভারের দুই ফরম্যাটে ১০০ বা তার বেশি ম্যাচ খেললেও, সাদা পোশাকে দেশের হয়ে একটিও ম্যাচ খেলননি। টেস্ট না খেললেও পোলার্ডের সুখ্যাতি কিন্তু কম নয়। বিশেষত টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার।

তাই জাতীয় দলের হয়ে তার শততম টি-টোয়েন্টিকে স্মরণীয় করে রাখতে ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষ থেকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ১০০ লেখা এক বিশেষ জার্সি পোলার্ডকে উপহার দেয়া হয়। তার হাতে দলের সহ-অধিনায়ক নিকোলাস পুরান এই জার্সি তুলে দেন। উপহার পেয়ে কিন্তু বেশ খুশিই দেখাচ্ছিল পোলার্ডকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ