ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

শেষ মুহূর্তে দেখেনিন বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২০ ১৪:১৬:৪৯
শেষ মুহূর্তে দেখেনিন বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সময়সূচি

বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকা ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি)। সে লক্ষ্যে আজ (রোববার) সকালে চট্টগ্রামে চলে গেছে বাংলাদেশ ওয়ানডে দল।

এখনও কোভিড পজিটিভ থাকায় দলের সঙ্গে চট্টগ্রাম যেতে পারেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। এছাড়া বিপিএল ফাইনাল খেলা সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমানদের দেওয়া হয়েছে একদিন বাড়তি বিশ্রাম।

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে আসন্ন ওয়ানডে সিরিজের নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বরাবরের মতোই সিম্পল প্ল্যানে খেলে সিরিজ জেতার লক্ষ্য এ তরুণ ক্রিকেটারের।

মিরাজ বলেছেন, ‘আমাদের সিম্পল প্ল্যান থাকবে, যেটা সবসময় করে আসছি, ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে আসছি সেরকম সিম্পল প্ল্যানই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলবো এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জেতা।’

আজ সকালে চট্টগ্রাম পৌঁছানোর পর বিকেলেই অনুশীলনে নেমে পড়ার সূচি রয়েছে বাংলাদেশ দলের। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে এই অনুশীলন পর্ব। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি কাটাবে বাংলাদেশ দল।

আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রথম ওয়ানডে - ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

দ্বিতীয় ওয়ানডে - ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

তৃতীয় ওয়ানডে - ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

প্রথম টি২০ - ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

দ্বিতীয় টি২০ - ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ