ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আফগানিস্তান সিরিজে গ্যালারিতে দর্শক থাকবে কিনা জানিয়ে দিল বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২০ ১৪:২৭:১৪
আফগানিস্তান সিরিজে গ্যালারিতে দর্শক থাকবে কিনা জানিয়ে দিল বিসিবি

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহ্মে টিটু বলেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম তাতে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। এ ব্যাপারে কথাবার্তা চলছে। আমাদের মাননীয় বোর্ড সভাপতি এ বিষয়ে প্রচুর পরিশ্রম করছেন। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে।’

তবে ৫০ ভাগ দর্শক রাখার অনুমতি পাওয়া না গেলে একেবারে ফাঁকা থাকবে না গ্যালারি। টিটু বলেন, ‘সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে এরকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না। এটা না হলেও চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার দর্শক থাকবে।’

সীমিত সংখ্যক টিকিট কীভাবে দর্শকদের হাতে পৌঁছে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই। টিটু বলেন, ‘সিদ্ধান্তটি ২-১ দিনের মধ্যে হয়ে গেলে অতি দ্রুত আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব কীভাবে টিকিট দেওয়া হচ্ছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ