ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি-২০ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও অবনতি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২১ ১২:৪৮:১৩
টি-২০ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও অবনতি

এই জয়ের ফলে আগের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। এর আগে আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ইংল্যান্ড। তবে সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে চলে গেছে ভারত। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ সিরিজ হারলেও এক ধাপ উন্নতি হয়েছে শ্রীলঙ্কার।

তারা বাংলাদেশকে পেছনে ফেলে উঠে এসেছে নবম স্থানে। আর লঙ্কানদের এমনভাবে বিধ্বস্ত করেও র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ছয়ে। এদিকে বাংলাদেশ নেমে গেছে দশে। এমনটা হওয়ারই কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজেহাল অবস্থা ছিল বাংলাদেশের।

অপরদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ফলে র‍্যাঙ্কিংয়ে যে অবনতি হবে, তা বোঝাই যাচ্ছিল। র‍্যাঙ্কিংয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আছে যথাক্রমে সাত ও আটে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ