ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

হুট করে বাংলাদেশকে চরম দু:সংবাদ দিল আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২১ ১৬:৩৯:১৮
হুট করে বাংলাদেশকে চরম দু:সংবাদ দিল আইসিসি

ইংল্যান্ডকে সরিয়ে আইসিসির টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে এক নম্বরে উঠল ভারত। তবে, এ ফরম্যাটে বাংলাদেশের আরও অবনতি হয়েছে। আজ সোমবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্র্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান এখন দশম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় ভারতের রেটিং পয়েন্ট এখন ২৬৯। সমান ২৬৯ রেটিং পয়েন্ট ইংল্যান্ডেরও। কিন্তু, ভগ্নাংশের ব্যবধানে কিছুটা এগিয়ে থেকে এক নম্বরে জায়গা করে নিয়েছে রোহিশ শর্মার দল।

এ ছাড়া ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে র্র্যাংকিংয়ে তিনে আছে পাকিস্তান। ২৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড, পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২৫৩।

২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সাতে আছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর, ২৩২ রেটিং নিয়ে আটে আছেআফগানিস্তান।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১। তবে, ভগ্নাংশের ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় বাংলাদেশ থেকে এগিয়ে আছে শ্রীলঙ্কা। তাদের অবস্থান ৯ নম্বরে। বাংলাদেশ ৯ থেকে নেমে গেছে ১০ নম্বরে। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে জিম্বাবুয়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ