ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে রীতিমত চমকে গেছেন এবাদত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২১ ১৯:০৬:১৭
ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে রীতিমত চমকে গেছেন এবাদত

দলে নিজের নাম দেখে অবশ্য এবাদত চমকে গিয়েছিলেন। তিনি বলেন, ‘চমকে গেছি আসলে যখন শুনলাম ওয়ানডে দলে সুযোগ পেয়েছি। আমি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছি মাত্র ১১টি। ওয়ানডে দলেও সুযোগ পেয়েছি এই প্রথম। ভালো করার চেষ্টা করব।’

নিউজিল্যান্ডকে ভড়কে দিয়ে বছর শুরু করার পর এবাদতের জীবনে রাতারাতি এসেছে আকাশছোঁয়া তারকাখ্যাতি। তবে এবাদত যেন এখনও সেই খ্যাতি গায়ে মাখেননি। তিনি বলেন, ‘বছরের শুরুটা খুব ভালো ছিল। তবে তাতে জীবনে কোনো পরিবর্তন নেই। আমার কাছে মনে হচ্ছে সবই স্বাভাবিক।’

টেস্ট ও ওয়ানডেতে বোলিং কৌশল যে এক নয়, তা ভালো করেই জানা আছে এবাদতের। এখন সেই অনুযায়ী চালিয়ে যাচ্ছেন অনুশীলন। দ্রুতই মানিয়ে নেবেন সাদা বলের ক্রিকেটে, প্রত্যাশা এই পেসারের।

তিনি জানান, ‘বিপিএলে তামিম ভাই, মাশরাফি ভাই, রিয়াদ ভাই দলে ছিলেন। তাদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। এখন আবারও সাদা বলে অনুশীলন করছি। টেস্টে সারাদিন এক জায়গায় বল করার সামর্থ্য থাকতে হয়। এখানে ব্যাপারটা আলাদা। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়ার। সেই সাথে নতুন বল কাজে লাগানোর চেষ্টা করব।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ