ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য: নিজ দলের জালেই হ্যাটট্রিক গোল করে লজ্জার রেকর্ড গড়লেন নারী ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২১ ২০:৪৯:৪৯
অবিশ্বাস্য: নিজ দলের জালেই হ্যাটট্রিক গোল করে লজ্জার রেকর্ড গড়লেন নারী ফুটবলার

নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ১-০ গোলে হেরেছিল আইসল্যান্ডের কাছে। আর চেক প্রজাতন্ত্রের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল নারী ফুটবলের পরাশক্তি যুক্তরাষ্ট্র। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে ক্যালিফোর্নিয়ায় আজ সোমবার অনুষ্ঠিত এই ম্যাচে জয় ছাড়া কোনো উপায়ই খোলা ছিল না স্বাগতিকদের সামনে।

মুরের আত্মঘাতী গোলে সে পথটা সহজই হয়ে পড়ল তাদের। ম্যাচের পঞ্চম মিনিটে শুরু মেইকায়লা মুরের দুঃস্বপ্নের। বাম পাশ থেকে ভেসে আসা ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন নিউজিল্যান্ডের এই ডিফেন্ডার।

পরের মিনিটেই মুরের দুর্দশা বাড়ে আরও। এবার ডান পাশ থেকে ভেসে আসা ক্রসে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্যাটারিনা ম্যাকারিওর হেড বেরিয়ে যাচ্ছিল লক্ষ্যের বাইরে দিয়ে, তাতেই মাথা ছুঁইয়ে বসেন কিউই সেন্টারব্যাক। ছয় মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ে নিউজিল্যান্ডের টুর্নামেন্টে টিকে থাকার আশা মিলিয়ে যায় অনেকটাই।

মুর তার অবিশ্বাস্য হ্যাটট্রিকটা পূর্ণ করেন ৩৬ মিনিটে। মার্গারেট পার্সের ক্রস ডান প্রান্ত থেকে ভেসে আসছিল। সেটাই রুটিন ক্লিয়ার করতে চেয়েছিলেন নিউজিল্যান্ড ডিফেন্ডার। তবে তিনি এ যাত্রাতেও খুব বাজেভাবে ব্যর্থ হন। বলটা জড়িয়ে দেন নিজেদের জালেই। পূর্ণ হয় তার আত্মঘাতী গোলের হ্যাটট্রিক। চার মিনিট পরই তাকে তুলে নেন নিউজিল্যান্ড কোচ জিটকা ক্লিমকোভা।

তবে তাতে অবশ্য লাভ হয়নি খুব একটা। যা সর্বনাশ হওয়ার হয়েই তো গিয়েছিল নিউজিল্যান্ডের! দ্বিতীয়ার্ধে অ্যাশলে হ্যাচে আর ম্যালরি পুগের গোলে দুর্দশটা কেবল বেড়েই গেছে দলটির। শেষমেশ হেরেছে ৫-০ ব্যবধানে। প্রতিযোগিতা থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে দলটির। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের অভিজ্ঞতার ঝুলিটা অবশ্য কম ভারি নয়। ৪৮ ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। ২০২০ সালে লিভারপুল দলেও ভিড়িয়েছে তাকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ