ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

‘এক বনে দুই বাঘ’-যা বলছেন সুজন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২১ ২৩:২৫:৪৯
‘এক বনে দুই বাঘ’-যা বলছেন সুজন

ডমিঙ্গোকে প্রধান কোচের আসনে রাখা নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও আফগানিস্তান সিরিজেও তিনিই থাকছেন টাইগারদের দায়িত্বে। এই সিরিজ দিয়ে ব্যাটিং কোচ হিসেবে আবারও বাংলাদেশ অধ্যায় শুরু করবেন সিডন্স। তবে দুজনের কাজের সমন্বয়ে কোনো সমস্যা হবে না, বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের।

জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে সুজনই এখন দলের অভিভাবক। তার বিশ্বাস, ডমিঙ্গো ও সিডন্স নিজ নিজ দায়িত্ব ও কাজের ক্ষেত্র অনুযায়ী ঠিকঠাক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘সিডন্স ব্যাটিং পরামর্শক হিসেবেই কাজ করবে। ওরা সবাই প্রফেশনাল। যার যার ব্যক্তিগত কাজ করা উচিৎ। এখানে সমন্বয় নিয়ে কোনো সমস্যা নেই। ডমিঙ্গো হেড কোচ, এটা মেনেই তো সিডন্স কাজ করছে। ও ব্যাটিং পরামর্শক, ব্যাটিং কোচ, ব্যাটিং নিয়ে কাজ করাই ওর মুখ্য ভূমিকা।’

আফগানিস্তান সিরিজ দিয়ে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন সিডন্স। ফাইল ছবি‘আমার মনে হয় না সমন্বয়ের কোনো সমস্যা হবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের কাজ করলেই আমি খুশি।’

এদিকে করোনা পজিটিভ হওয়ায় এখনও দলের সাথে যোগ দিতে পারেননি সিডন্স। তবে সিরিজ শুরুর আগেই দলের সাথে যোগ দিয়ে দেবেন তিনি। সুজন জানান, ‘ও তো কোভিড পজিটিভ ছিল। আমার মনে হয় কালকেই চট্টগ্রাম চলে আসবে। সকালের ফ্লাইট ধরতে পারলে হয়ত অনুশীলনে থাকবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ